লোকসভা ভোট চলাকালীনই রয়েছে রামনবমী। আর আগের বারের মতো এবারও যে রামনবমীর দিন হাতে অস্ত্র নিয়ে গোটা রাজ্যে মিছিল করবে বিজেপি, শুক্রবারই সে কথা জানিয়ে দিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং সেইসঙ্গে তিনি এমন হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন যে ওই অস্ত্র মিছিলে বাধা দিতে এলে প্রশাসনকে যোগ্য উত্তর দেওয়ার হবে। ফলে স্বাভাবিকভাবেই ভোটের এই মরশুমে রামনবমী ঘিরে বাড়ল অশান্তির আশঙ্কা৷
দিলীপের এই বক্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক দেখা দিয়েছে। রামনবমীর দিন যে বিজেপি সন্ত্রাস চালাবে, তাঁর কথাতেই এর স্পষ্ট ইঙ্গিত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এমন মন্তব্যের জন্য দিলীপকে তৃণমূলের সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছে কংগ্রেসও। ইতিমধ্যেই কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে রাজ্যের শাসক দল। গতকাল, শুক্রবার এ নিয়ে দীর্ঘ আলোচোনাও হয়েছে কলকাতার নগরপাল রাজেশ কুমার এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের মধ্যে।
উল্লেখ্য, গত বছর রামনবমীতে প্রশাসনের অনুমতি ছাড়াই অস্ত্র মিছিল বের করে বিজেপি। যার ফলে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির সৃষ্টি হয়৷ রাজনৈতিক মহলের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল গেরুয়া শিবিরকে। এ বছর ভোট থাকায় বিজেপির তরফে বাড়াবাড়ি রকমের সন্ত্রাসের আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। একই আশঙ্কা থেকে প্রতিটি জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী চেয়ে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিশনের তরফে।