সিন্ধু বনাম ওকুহারার লড়াইয়ে আজ শনিবারের সেমিফাইনালের ফল কি হবে তা বলা কঠিন। কারণ এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন ওকুহারা। তাঁর কাছেই শুক্রবার বিশ্রী ভাবে হেরে গেলেন ভারতের সাইনা নেহওয়াল। তিনি হারলেন ৮-২১, ১৩-২১ ফলে।
আজ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে জাপানের নজোমি ওকুহারার মুখোমুখি পি ভি সিন্ধুর লড়াই আজ খুব কঠিন৷ সেই ওকুহারা, দু’বছর আগে রিয়ো অলিম্পিক্সে যাঁকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন হায়দরাবাদের তারকা। ভারতের প্রথম ব্যাডমিন্টন খোলোয়াড় হিসাবে অলিম্পিক্সে রুপো জিতেছিলেন সিন্ধু।
সিন্ধুকেও শেষ চারে উঠতে হল লড়াই করে। তিনি মুখোমুখি হয়েছিলেন চিনের কাই ইয়ানইয়ানের। বিশ্বের আঠারো নম্বর খেলোয়াড় কাই গত বছর বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এ দিন সিন্ধু জিতলেন ২১-১৩, ১৭-২১, ২১-১৪ ফলে। চলতি মরসুমে ভারতীয় তারকার এটি দ্বিতীয় প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠা। এর আগে গত মাসে ইন্ডিয়ান ওপেনের শেষ চারে উঠেছিলেন সিন্ধু। এ দিন দ্বিতীয় গেমে হেরে যাওয়ার পরে চাপে পড়ে যাওয়া পুলেল্লা গোপীচন্দের ছাত্রী দ্রুত ফিরে আসেন তৃতীয় গেমেই। ১১-৫ এগিয়ে যাওয়ার পর শেষ গেমে আর ফিরে তাকাতে হয়নি সিন্ধুকে। ম্যাচ জিতে শেষ চারে চলে যান তিনি।