রামনবমীর মিছিলে দেখা গেল রাষ্ট্রপতির ছবি। সঙ্গে বড় বড় হরফে স্লোগান, ‘আমরা গর্বিত আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী রামভক্ত’। আর এই মিছিলে পা মেলালেন বিজেপি নেতা রাহুল সিনহা। গোটা ঘটনায় চরমে উঠেছে বিতর্ক। ধর্মীয় উৎসবে কীভাবে রাষ্ট্রপতির ছবি ব্যবহার করা হল, সেই প্রশ্নও উঠেছে। বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করছে সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল এই মিছিলে, বলছেন বিশেষজ্ঞরা।
শনিবার এমন নজিরবিহীন ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার হরিনাথ দে স্ট্রিটে। প্রসঙ্গত, গোটা কলকাতায় ষোলটির বেশি মিছিল হবে বলে আগেই জানিয়েছিল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। সেই অনুয়ায়ী এদিনের মিছিলের আয়োজন। আর এতেই দেখা গেল এমন নজিরবিহীন ঘটনা। রামনবমীর শোভাযাত্রার ট্যাবলোয় ধর্মীয় আচার-অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের যোগ দেওয়ার ছবি। উল্লেখ্য, দেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির ধর্মাচারণের ছবি ব্যবহার করা যায় না। কিন্তু রামনবমীর মিছিলে কেন সেই ছবি ব্যবহার করা হল? এই কাজ সংবিধান লঙ্ঘনকারী বলে দাবি করেছেন বিরোধীরা।
এখানেই শেষ নয়, আরও কিছু ট্যাবলোয় দেখা গেল, রামচন্দ্র ও হনুমানের ছবি দিয়ে বড় বড় হরফে স্লোগান লেখা ‘সামনেই লঙ্কাকাণ্ড, তারপর রামরাজত্ব’। প্রশ্ন উঠছে, লঙ্কাকাণ্ড বলতে কী বোঝাতে চাওয়া হয়েছে? রামরাজত্বই বা কে স্থাপন করবে? এই মিছিলে পা মিলিয়েছেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় সংগঠনের সচিব রাহুল সিনহা। তাহলে রাম রাজত্ব স্থাপনের ভার কি বিজেপি নিল?
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার রামনবমী পড়েছে ভোটের মাঝে। তাই ধর্মীয় মেরুকরণের চেষ্টার কোনও কসুর করছে না বিজেপি। সাম্প্রদায়িকতার তাস খেলে যাতে নিজেদের দিকে হিন্দু ভোট টানা যায় সেই উদ্দেশ্যেই হিন্দুত্বের মোড়কে এমন মিছিল বের করেছে বিজেপি। আর এতে সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রপতিকেও রাস্তায় নামিয়ে দিয়েছে তারা।
