এবার জঙ্গীদের নিশানায় ক্রিকেট। চলতি আইপিএলের মধ্যেই জঙ্গী হামলার আশঙ্কার আঁচ পাওয়া মুম্বইতে। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে ওয়াংখেড়েতে। এমনকি নিরাপত্তা বাড়ানো হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলেও। এছাড়া আইপিএল গভর্নিং বডি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলগুলির থাকার হোটেল ও মাঠে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। শুধুমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই নয়, বাকি সাত ফ্র্যাঞ্চাইজির নিরাপত্তা বাড়ানোর ব্যাপারেও সংশ্লিষ্ট রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলিকে আইপিএলের গভর্নিং বডি ও প্রশাসনের তরফে জানান হয়েছে, ভয়ের কিছু নেই। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে গভর্নিং বডি। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ম্যাচের সময় তো বটেই, প্রস্তুতির সময়ও যথেষ্ট নিরাপত্তা রাখা হচ্ছে সেখানে। দর্শকদের ঢোকার সময় আরও বেশি করে তল্লাশি করার কথা বলা হয়েছে। টিম বাসের সামনে পিছনে বাড়ানো হয়েছে পুলিশ কনভয়ের সংখ্যাও।
সূত্রের খবর, সম্প্রতি মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কয়েকজন সন্দেহভাজন জঙ্গি। রোহিত শর্মাদের টিম হোটেলের কাছ থেকেই তাদের গ্রেফতার করা হয়েছে। এই জঙ্গিদের জেরা করে জানা গিয়েছে, আইপিএল চলাকালীনই হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। মূলত, টিম হোটেল থেকে স্টেডিয়ামের মধ্যে এই হামলা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেইজন্য ওই পথে রেকি করতে এসেছিল তারা। এই রেকি চলাকালীনই পুলিশের হাতে গ্রেফতার হয় জঙ্গিরা। জঙ্গিদের কাছে এই কথা শোনার পরেই আইপিএল গভর্নিং বডিকে সতর্ক করে মুম্বই পুলিশ। আইপিএল গভর্নিং বডির তরফে জানানো হয় ফ্র্যাঞ্চাইজিগুলিকে।