তাঁর সামনে পোস্টার খোলা হলে আধিকারিকের প্যান্ট খুলে নিতেন। এমনই মন্তব্য করে আবার বিতর্কের শিরোনামে উঠে এলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বরাবরই আলপটকা কথা বলে বিতর্কের সৃষ্টি করে থাকেন। আর এবার তিনি সরাসরি কমিশনকে নিশানা করেন। আর তাতেই বিপাকে পড়ে যান তিনি।
প্রসঙ্গত, রামনবমীর আগে রাতারাতি বিজেপির পোস্টারে ছেয়ে গিয়েছিল খড়গপুর। পোস্টারের মুখ স্থানীয় বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। দিলীপের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায়, কয়েক জায়গায় পোস্টার খুলে দেয় কমিশন। তাতেই ক্ষেপে ওঠেন দিলীপবাবু। তিনি মন্তব্য করেন, ‘সামনে পোস্টার খুললে আধিকারিকের প্যান্ট খুলে নিতাম।’
আর তারপরেই বিতর্কের ঝড় ওঠে। অন্যান্য দলগুলি সরব হয়েছে তাঁর বিরুদ্ধে। তৃণমূল অভিযোগ করে যে এ ধরনের মন্তব্যে মাথা হেঁট হচ্ছে বাংলার মানুষের। দিলীপের মন্তব্য নজর এড়ায়নি কমিশনের মিডিয়া ওয়াচেরও। তাঁর মন্তব্য নিয়ে মেদিনীপুর জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।