গত ১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী উৎখাতের ডাক দেন। আর তাঁর সেই ডাককে আরও জোরদার করতে দেশের সব বিরোধীরা ঐ মঞ্চে উপস্থিত ছিলেন। সেই তালিকা ছিল নজরকাড়া। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, দেবগৌড়ার মতো বড় বড় নেতারা।
আর সেই মঞ্চ থেকে করা দাবিকেই সত্যি করার লক্ষ্যে বাংলায় তৃণমূলকে সমর্থন করল সমাজবাদী পার্টি। রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে এবার মুর্শিদাবাদ জেলায় তৃণমূল প্রার্থীদের হয়ে পথে নামলো তাঁরা। আজ শনিবার দুপুরে বহরমপুরে জেলা তৃণমূল কার্জালয়ে জেলা তৃণমূল সভাপতি সুব্রত সাহার সঙ্গে দেখা করেন সমাজবাদী পার্টির জেলা সভাপতি তুষার চ্যাটার্জি সহ কর্মী সমর্থকেরা এবং তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নামার কথা জানান।
তৃণমূল নেতা সুব্রত সাহা এইদিন বলেন, ‘সমাজবাদী পার্টি আমাদের প্রার্থীদের হয়ে প্রচারে নামতে চায়, এতে আমাদের মানসিক বল বাড়বে।’ পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা তুষার চ্যাটার্জি জানান যে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে তাঁরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল প্রার্থীদের সমর্থন জানাচ্ছেন।