দাবি না মানার জন্যে সুপার কাপ খেলা থেকে শেষ পর্যন্ত বিরত ছিল আই লিগ ক্লাব জোট। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল। শনিবার ভুবনেশ্বরে আই লিগ কমিটির সভায় তা নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় শাস্তির প্রসঙ্গ উঠতেই পারে। শেষবার আই লিগের ক্লাবগুলোর কাছে লিখিতভাবে জানতে চাওয়া হতে পারে, না খেলার কারণ।
সুপার কাপে আই লিগের টিমগুলো না খেলায় বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে ফেডারেশন। সেই ক্ষতিপূরণের টাকা ক্লাবগুলোর কাছ থেকে তোলার চিন্তাভাবনা রয়েছে। ফলে মোটা অঙ্কের জরিমানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুপার কাপে নিয়মে মোটা জরিমানার কথাই বলা হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, আইজল এফসি, মিনার্ভা, গোকুলাম, নেরোকা-সহ সাতটি আই লিগের ক্লাব সুপার কাপে খেলেনি। গণহারে জরিমানা করে ছেড়ে দেওয়া হতে পারে। ভবিষ্যতে বিতর্ক এড়াতে।
আই লিগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত বলেছেন, ‘ক্লাবগুলোর সঙ্গে অনেকবারই চিঠির আদান-প্রদান হয়েছে। ফলে আর চিঠি-চাপাটির দরকার আছে বলে মনে হয় না। তবে কমিটির অন্য সদস্যদের মতামত শুনতে হবে।’ পাশাপাশি তিনি বলে দেন, ‘আই লিগ কমিটির শাস্তি দেওয়ার অধিকার নেই। ব্যাপারটি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। শাস্তি দেওয়ার অধিকার সেই কমিটির রয়েছে।’