বিজেপির সভাপতি অমিত শাহের মন্তব্য ঘিরে ফের বিতর্কের ঝড় উঠল। অবিলম্বে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ারও দাবি উঠেছে। ক্ষমতায় এলে সারা দেশে নাগরিক সংশোধনী আইন প্রয়োগ করা হবে বলে মন্তব্য করেন বিজেপি সভাপতি। আর তাতেই তাঁকে ক্ষমা চাওয়ার দাবি তোলেন কেরালা ক্রিশ্চান ফোরাম।
অমিত শাহ নির্বাচনী সভামঞ্চ থেকে বলেন যে ক্ষমতায় ফিরলে হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়া পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা সমস্ত উদ্বাস্তুকে দেশ থেকে বহিষ্কার করা হবে। আর তারপরই কেরালা ক্রিশ্চান ফোরাম সরব হন অমিত শাহের বিরুদ্ধে। তাঁরা মনে করেন অমিতের মন্তব্য দেশের পরিচিতি ও ঐক্যের প্রতি সরাসরি আঘাত করেছে বলে দাবি করেন তাঁরা। তারফলে গোটা দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপন্ন করছে বলেও মনে করছেন তাঁরা।
প্রসঙ্গত, এই বিল নিয়ে এমনিতেই চাপে আছে বিজেপি সরকার। উত্তর-পূর্ব ভারত এই বিলের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছে বরাবর। তাঁদের কথায় বারবার সমালোচনার সম্মুখীন হয়েছে গেরুয়া শিবির।