রামনবমী নিয়ে বাড়ল অশান্তির আশঙ্কা। রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিলের হুঙ্কার দিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রশাসনকে রীতিমতো হুমকি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাধা দিলে উত্তর পাবে প্রশাসন’। অশান্তির আবহ সৃষ্টির আশঙ্কায় আরও বাড়ানো হতে পারে নিরাপত্তা ৷ উল্লেখ্য, গত বছর বজরং দলের রামনবমীর মিছিলে অস্ত্র হাতে হাঁটতে দেখা যায় শিশুদেরও। পরে শিশু সুরক্ষা কমিশনের নোটিশ পায় তাঁরা। এবারও তাই শিশু সুরক্ষা কমিশনের তরফে কলকাতা পুলিশের অধীনে থাকা থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন শিশুদের হাতে অস্ত্র না থাকে। উল্লেখ্য, গতবার শিশু সুরক্ষা কমিশন থেকে নোটিশ পাবার পর কমিশনের সামনে ঘটনার জন্য ক্ষমা চেয়ে বজরং দল ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেয়৷ কিন্তু এবারো সেই এক ঘটনা ঘটবার আশঙ্কা করছে অনেকে।
১৪ এপ্রিল রামনবমীতে ফের অস্ত্র হাতে মিছিল করার কথা জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের মধ্যে ফের অশান্তি বাড়ানোর জন্য এই হুমকি দিচ্ছেন গেরুয়া শিবির। রামনবমীতে বিজেপির মিছিল নিয়ে এর আগেও উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি ৷ রামনবমীর দিন প্রশাসনের অনুমতি ছাড়াই অস্ত্র হাতে বিজেপির মিছিল এর আগেও জন্ম দিয়েছে বহু বিতর্কের ৷ খোলা রাস্তায় অস্ত্র হাতে মিছিলে আইনশৃঙ্খলার অবনতির কথা ভেবেই বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন ৷ কিন্ত রামনবমীর মিছিল নিয়ে ক্রমশই সুর চড়াচ্ছে বিজেপি। এবার প্রশাসনকে বিজেপির তরফে হুমকি দেওয়া হল।