দেশ জুড়ে শুরু হয়ে গেছে ভোট। তাই নির্বাচনী প্রচার আর এতটুকু ফাঁক রাখতে চান না কোনো প্রার্থী৷ তাই দিনভোর চলছে ভোট প্রচার৷ ইতিমধ্যে বৃহস্পতিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রথম দফার ভোট হয়ে গিয়েছে৷ ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় জলপাইগুড়িতে ভোট৷ তাই এতটুকু সময় নষ্ট করতে রাজি নন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বমর্ণ৷ তাই সকাল সকাল ভোট প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী।
শুক্রবার সকালের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পাহারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাতকাটা কলোনিতে তৃণমূল এসসি এসটি ওবিসি সেলের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়৷ সে সভায় বক্তৃতা রাখেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বমর্ণ৷ উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক ২-এর সভাপতি নিতাই কর, পাহারপুর জিপির তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আলমগির আলম, পাহারপুর প্রধান অনিতা রায়ুত সহ আরও কর্মী সমর্থকেরা। এই সভায় আসা প্রায় পাঁচ হাজার মানুষ প্রার্থীর ভাষণ শুনতে আসেন৷
জলপাইগুড়ি ১৩ ও ১৪ নং ওয়ার্ডের লোকেদের নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে সাতসকালে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তৃণমূল প্রার্থী । সকলের কাছে একটাই প্রার্থনা করেন শুধু তৃণমূলের জন্য ভোট দিন। কখনও আবার তিনি হুডখোলা গাড়িতে উঠে প্রচার কাজ সারছিলেন৷ সাধারণ মানুষের কাছে করজোড়ে আবেদন করে একটাই কথা বলেন ভোট “ফর” তৃণমূল। প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন মোহন বোস, কাউন্সিলর বিশ্বজিৎ সরকার সহ অনেকে।