নভজ্যোত সিং সিধু আবার খবরের শিরোনামে। পাঞ্জাব মন্ত্রিসভার কংগ্রেসের এই সদস্য আক্রমণ করেন বিজেপি সরকারের গত পাঁচ বছরের কাজ নিয়ে। তিনি সরাসরি তোপ দেগে বলেছেন যে মোদী যদি আবার প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসেন তাহলে তাহলে দেশের সর্বনাশ। মোদী জামানায় কোনো কাজই হয় নি বলে অভিযোগ তাঁর।
বিজেপিকে আক্রমণ করে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের সদস্য বলেন, ‘যদি মোদী দ্বিতীয়বার জিতে প্রধানমন্ত্রী হন তাহলে দেশ রসাতলে যাবে৷’ তিনি বিশ্বের নিরিখে দেশের তুলনা টেনে মন্তব্য করেন যে বিশ্ব কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে৷ চিন মহাসাগরের নিচ দিয়ে রেল লাইন তৈরির কাজ শুরু করেছে৷ আমেরিকা মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছে৷ রাশিয়া রোবট নির্ভর সেনা তৈরি করছে৷ আর ভারত চৌকিদার তৈরি করছে৷ তাও আবার চোর৷ মূলত প্রধানমন্ত্রীর ‘চৌকিদার’ স্লোগানের বিরুদ্ধে কটাক্ষের সুর তাঁর কথায়।
বিজেপিকে আক্রমণ করার পাশপাশি নিজের কংগ্রেসকে দরাজ সার্টিফিকেট দিলেন সিধু। তিনি বলেন, ‘দল যা প্রতিশ্রুতি দেয় সেটা পূরণ করে৷ কাজে এক আর কথায় অন্যরকম নয়।’ প্রসঙ্গত, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতায় আসার পর পরই প্রতিশ্রুতি মতো কৃষিঋণ মকুব করে কংগ্রেস।