চলতি মরশুমের আইপিএলে নাইটদের প্রধান অস্ত্র ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। বাইশ গজে তাঁর ব্যাটে ঝড় উঠলে নাইট বাহিনী ম্যাচ জিতেই ফেরে। তবে নেটদুনিয়ায় ক্রিকেটার স্বামীর জনপ্রিয়তাকে ধুলোয় উড়িয়ে দিচ্ছেন রাসেলের স্ত্রী জেসিম লরা। তিনি নিজেও ডমিনিক্যান রিপাবলিকের বিখ্যাত মডেল।
নেটিজেনদের মতে, ক্রিকেটারদের স্ত্রী’দের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জেসিম লরাই। নেটদুনিয়ায় তাঁর ভক্তকুলের সংখ্যা কম নয়। অনায়াসেই স্বামীর ক্রেজকে টেক্কা দিতে পারেন তিনি। পেশায় মডেল ও ডিজাইনার লরা’র সঙ্গে রাসেলের বন্ধুত্ব দীর্ঘদিনের। লিভ-ইনের পর বিয়ে করেছেন তাঁরা। স্ত্রীকে সঙ্গে নিয়েই ভারতে এসেছেন রাসেল। স্ত্রী জেসিমকে ‘আমার লেডি লাক’ বলে থাকেন ক্যারিবিয়ান ক্রিকেটার। ৩০ বছরের লরাকে স্বামীর প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা যায়। ইডেনেও হাজির থাকেন নাইট তারকার স্ত্রী। স্বামী স্ত্রী দু’জনেই বেড়াতে ভালোবাসেন। সেই ছবিও পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।