বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছে সম্প্রতি। এতদিনে তাঁরা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের ছবি তুলতে সক্ষম হয়েছেন। কিন্তু এই হয়ে গেল ভারতের লোকসভা নির্বাচনের উপাদান। লোকসভা নির্বাচনে মন্তব্য-পাল্টা মন্তব্যে সরগরম সবসময়। আর সেখানেই মোদী ও তাঁর সরকারকে কটাক্ষ করতে গিয়েই কৃষ্ণ গহ্বরের তুলনা টেনে আনলেন অখিলেশ যাদব।
গত লোকসভা নির্বাচনে মোদী প্রচারে আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই বিষয়টিকেই হাতিয়ার করে অখিলেশ বলেন যে আমরা কৃষ্ণগহ্বরের ছবিও দেখে ফেললাম। কিন্তু আচ্ছে দিন এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না। লেখার সাথে কৃষ্ণ গহ্বরের একটি ছবিও তাঁর ট্যুইটে পোস্ট করেন সমাজবাদী পার্টির এই নেতা।
প্রধানমন্ত্রীর আচ্ছে দিনের গল্পকে বারবার হাতিয়ার করেছেন বিরোধীরা। আর সেটাই এইবার আরও একধাপ এগিয়ে দিলেন অখিলেশ। প্রসঙ্গত, এই লোকসভায় সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোট করে লড়ছেন উত্তরপ্রদেশে।