নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগে কমিশন তলব করলেন বিজেপির যোগী আদিত্যনাথ ও বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতীকে। নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে দুজনেই নির্বাচনের বিধি ভঙ্গ করেন। আর এই অভিযোগে বৃহস্পতিবার কমিশন নোটিশ পাঠায় তাদের। ২৪ ঘন্টার মধ্যে তাঁদের হাজির হওয়ার কথাও নোটিশে জানানো হয়।
২০১৭ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে কোনও রাজনৈতিক নেতা নির্বাচন বা অন্য সভায় বক্তব্য করতে গিয়ে ধর্ম এবং জাতির উল্লেখ করতে পারবে না। আর এই বিধি ভঙ্গেরই অভিযোগ ওঠে আদিত্যনাথ ও মায়াবতীর উপর।
প্রসঙ্গত, সাহারানপুরের দেওবাদে দু’জনেই ৭ এবং ৯ এপ্রিল জনসভা করেছিলেন। মায়াবতী ৭ এপ্রিল সভামঞ্চ থেকে বলেন, ‘আমি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই যে সম্পর্ক ও বন্ধুত্বের নামে নিজেদের ভোটকে নষ্ট হতে দেবেন না। যদি উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে সরাতে চান তবে ভোট ভাগ হতে দেবেন না। বরং ভোট দিন মহাগাঁটবন্ধনের প্রার্থীদের। এটা মুসলিম সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ।’ আর তাঁর জবাবে ৯ এপ্রিল আদিত্যনাথ তোপ করেন যে মায়াবতী বলেছেন তিনি মুসলিমদের ভোট ছাড়া আর কারোর ভোট চান না। এছাড়াও তিনি আরও বলেন যে যদি কংগ্রেস, সপা, বসপার বিশ্বাস আলিতে থাকে, তো তাদের বিশ্বাস রয়েছে বজরং বলিতে।
এই দুই কথোপকথনই বিতর্কের সৃষ্টি করেছে। তাঁদের বক্তব্য নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন বলে মনে করছেন কমিশন