ভোট চলাকালীন এই সময়ে সামনে এল নতুন তথ্য। ফের বিয়ে করেছেন অধীর চৌধুরী। দিল্লির অতসী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন বহরমপুরের বিদায়ী সাংসদ অধীর চৌধুরি। বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র দাখিল করা হলফনামায় তাঁর নতুন স্ত্রীর নাম উল্লেখ করেছেন অধীর। অতসী চট্টোপাধ্যায় চৌধুরিকে স্ত্রী বলে স্বীকার করে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব তুলে ধরা হয়েছে। বিয়ের কথা নিজেও স্বীকার করেছেন অধীর চৌধুরি।
তবে সূত্রের খবর, বিয়েটা সদ্য নয়। বেশ কিছুদিন আগেই করেছেন অধীর।অধীরের প্রয়াত স্ত্রী অর্পিতা চৌধুরির ভাই অরিত মজুমদার বলেন, “দিদির সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন অধীর চৌধুরি। অথচ অধীরদাকে কোনওদিনই ছাড়তে চাননি দিদি। সব সমস্যা অতিক্রম করে শেষ পর্যন্ত ওনার সঙ্গেই থাকতে চেয়েছিলেন আমার দিদি”।
বহু বিপদে-আপদে অধীর চৌধুরির সঙ্গে থেকেছেন অর্পিতা চৌধুরি। দীর্ঘ ২৯ বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু অধীর চৌধুরি রেলমন্ত্রী থাকাকালীন দিল্লিতে সম্পর্ক তৈরি করেন অতসী চট্টোপাধ্যায় নামে এক মহিলার সঙ্গে। আর এখন বিয়ের খবর শুনছেন অর্পিতার ভাই। প্রথম স্ত্রীর প্রয়াণের পর বেশ মুহ্যমান হয়ে পড়তে দেখা যায় অধীরকে। আর তার মাত্র কিছুদিন পরেই এই বিয়ের খবর সামনে আসায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সকলের মনে, এত বছরের সঙ্গীকে হারানোর শোক এত তাড়াতাড়ি উবে গেল?
যদিও অধীর সাফাই গেয়ে নিজের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেছেন, “আমার জীবনের ঘটনা শহরের মানুষের কাছে পরিষ্কার। কোনও কিছু গোপন করিনি। রাজনীতির মঞ্চে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়”। তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জলঘোলা যে তিনি রাজনীতির ময়দানে চান না এই বলে তিনি বলেছেন, “অতসী চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। অতসী চট্টোপাধ্যায় আমার স্ত্রী বলে হলফনামায় উল্লেখ করেছি”। আবার প্রমাণ হল কংগ্রেসের শোক বড়ই ক্ষণস্থায়ী।