অযোধ্যা নিয়ে বারবার যে সুপ্রিম কোর্টে মামলা করা হয় তাতে একেবারেই খুশি নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এইদিন অযোধ্যা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এসে তাঁর অস্বস্তি স্পষ্ট বোঝা গেল। তিনি আবেদনকারীদের জানিয়ে দেন যে আবেদনকারীরা দেশকে শান্তি দেবে না। সরাসরি আবেদন খারিজ করে দেন গগৈর বেঞ্চ।
প্রসঙ্গত, অযোধ্যায় ৬৭.৭ একর বিতর্কিত জমিতে প্রার্থনা করতে চেয়ে আবেদন করা হয়েছিল গগৈর বেঞ্চে। আর সেই মামলার শুনানিতেই গগৈ এই মন্তব্য করেন। সেটা যে নিঃসন্দেহে বেনজির মন্তব্য তা মনে করছেন বহু আইন বিশেষজ্ঞ। অযোধ্যা নিয়ে যে বারবার সুপ্রিম কোর্টকে বিরক্ত করা হয়েছে তাতে বীতশ্রদ্ধ হয়েই এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি বলে মনে করছেন তাঁরা।
আবেদনকারীর করা মামলাটি খারিজ করে দেন তিনি তৎক্ষণাৎ তারপর আবেদনকারীদের উদ্দেশ্যে বলা মন্তব্যে উঠে এসেছে ভর্ৎসনার সুর। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, সওয়াল–জবাব পর্ব চলাকালীন গগৈ বলেন, ‘আপনারা এই দেশকে কিছুতেই শান্তিতে থাকতে দেবেন না। সবসময়ই কিছু না কিছু আছে।’
শুধু মামলা খারিজ করেই ক্ষান্ত থাকেন নি গগৈ এবং আরও একধাপ এগিয়ে তিনি আবেদনকারীদের উপর এলাহাবাদ হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য এলাহাবাদ হাইকোর্ট আবেদনকারীদের উপর ৫ লক্ষ টাকার জরিমানা করেছিল আর সেটাই বহাল রইল।