সম্প্রতি লোকসভা নির্বাচনের উপর চারটি আন্তর্জাতিক সংস্থার করা সমীক্ষা সামনে আসতেই দেশের কুর্শি দখলে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। আরএসএসের গোপন রিপোর্ট থেকেই এই সমীক্ষা সামনে এসেছে। আর তাতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি।
সমীক্ষা দেখিয়েছে এবার এনডিএকে টেক্কা দিয়ে ইউপিএ এগিয়ে থাকবে। আর তারপরই শুরু হয়েছে চর্চা। আরএসএসের ওই গোপন সমীক্ষায় প্রকাশ বিজেপি বড়জোর ১৪০টি আসন পাবে। এনডিএ সাকুল্যে ১৮২টি। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পাবে ২১৬টি আসন। সেখানে অন্যান্যদের ঝুলিতে যাবে ১৪৪টি আসন। আর এই রিপোর্ট সামনে আসতেই স্বভাবতই খুশি কংগ্রেসসহ অন্যান্য বিরোধীরা।
এই নির্বাচনের পর ভারতে সরকার কিংমেকারের ভূমিকা নেবেন মমতা, মায়াবতী, অখিলেশ বা চন্দ্রবাবু নাইডুরা। কারণ সমীক্ষা অনুযায়ী এই লোকসভা নির্বাচনে কেউই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। আর তারফলেই তাঁদের নির্ভর করতে হবে অন্যান্য শরিক দলগুলোর উপর।
আরএসএসও পালাবদলের ডাক দিয়ে রাখল। গোপন রিপোর্টে উঠে আসা তথ্য থেকে তা স্পষ্ট। দিল্লীর কুর্সির লড়াইয়ে বিজেপির পরাজয় ঘটার সম্ভাবনা উঠে এসেছে এই সমীক্ষার রিপোর্টে। এখন এটাই দেখার এই সমীক্ষার রিপোর্ট কতটা মেলে। তাঁর উত্তর মিলবে ২৩ মে নির্বাচনের ফলাফলের পরই।