আজ, বৃহস্পতিবার থেকে গোটা দেশজুড়েই শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। আর নির্বাচনের প্রথম দফাতেই এবার ভোটের বলি হলেন অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির (টিডিপি) এক নেতা। ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টিডিপির সংঘর্ষের সময় বেধড়ক মারধর করার পর বুথের মধ্যেই কুপিয়ে খুন করা হল টিডিপির নেতা সিদ্দা ভাস্কর রেড্ডিকে। এই ঘটনা ঘিরে উত্তাল অন্ধ্রপ্রদেশের অনন্তপুর।
বৃহস্পতিবার মোট ১৮টি রাজ্য ও দুটি কেন্দ্র শাসিত এলাকায় ভোটগ্রহণ চলছে। কিন্তু বেলা খানিকটা গড়াতেই উত্তপ্ত হয়ে ওঠে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের তাড়িপাত্রী এলাকা। জানা গেছে, সেখানেই ওয়াইএসআর কংগ্রেস নেতা-কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন টিডিপি কর্মীরা। ছিলেন টিডিপির স্থানীয় নেতা রেড্ডিও। ওই হাতাহাতিতে জড়িয়ে পড়াই তাঁর কাল হল। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের মধ্যেই তাঁকে রীতিমতো কোপানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিযোগের তির ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে।
প্রসঙ্গত, ভোটের সময় প্রাণ যায় অনেক নেতা-কর্মীর। সারা দেশজুড়েই। কিন্তু তা বলে ভোটের সময় বুথের মধ্যেই কুপিয়ে খুন নেতাকে, এমনটা বোধহয় শোনা যায়না। কিন্তু এবারের ভোটেও সেটাও হল। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। উল্লেখ্য, এদিন সকাল থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন বুথে ইভিএম-এর গন্ডগোলের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়ায় বাধা পড়ে। যা নিয়ে এই দুই রাজনৈতিক দলের মধ্যে কলহ চরমে উঠেছে।
একদিকে যেমন, ইলুরু শহরে টিডিপি কর্মীদের বিরুদ্ধে ওয়াইএসআর কংগ্রেসের এক মণ্ডল পারিষদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে। তেমনি, বন্দরলাপাল্লিতে পুথালাপাট্টু কেন্দ্রে দুই দলের সংঘর্ষে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আলাগাড্ডা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভূমা অখিলা প্রিয়ার স্বামী।
কুর্নুলের ছবিটাও একইরকম। টিডিপি এবং ওয়াইএসআরসিপি কর্মী-সমর্থকদের মধ্যে পাথর ছোঁড়াছুঁড়ি হয় বলে খবর। শুধু তাই নয়, গুন্টুর জেলায় টিডিপি নেতা কোদেলা শিবা প্রসাদ রাওয়ের ওপরও হামলা হয়েছে। সবমিলিয়ে দক্ষিণের এই রাজ্যে উত্তপ্ত পরিবেশেই চলছে ভোটগ্রহণ পর্ব। ভোট দিতে গিয়েও আতঙ্কে সাধারণ মানুষ। চন্দ্রবাবুর অভিযোগ, অপরাধের রাজনীতি করছে ওয়াইএসআর কংগ্রেস।