আজ ছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। বাংলার আলিপুরদুয়ার ও কোচবিহার ছিল সেই তালিকায়। কিছু বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে জানান নির্বাচন কমিশন। আর সেখানেই তমলুকে তৃণমূলের হাত শক্ত করলেন সিপিএম শিবির ছেড়ে আসা শতাধিক মানুষ।
তমলুক লোকসভা কেন্দ্রে ভোট ১২ মে। আর ভোট যত এগিয়ে আসছে ততই পূর্ব মেদিনীপুরে বামেদের অস্তিত্ব সঙ্কটে পড়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। বৃহস্পতিবার বিকেলে তমলুকের সুবর্ণজয়ন্তী ভবনে তৃণমূলের কর্মীসভায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তমলুক পুরসভা এলাকার সিপিএমের শতাধিক নেতাকর্মীরা। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রার্থী দিব্যেন্দু অধিকারী।
দিব্যেন্দু অধিকারী বিজেপিকে আক্রমণ করে বলেন যে ভারতের প্রধানমন্ত্রী একাধিক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেশিদিন সরকার চালানো যায় না। পাশাপাশি তিনি বামেদের উদ্দেশ্যেও বলেন, ‘২০১১ সালের পর থেকে বামেরা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে নন্দীগ্রাম, সিঙ্গুরের ঘটনার মধ্য দিয়ে। যেটুকু অবশিষ্ট ছিল তাও একে একে শাসকদলের উন্নয়নের জোয়ারে নিজেদের সামিল করে চলেছে।’