লোকসভা নির্বাচনের প্ৰথম দফা ভোটেই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। ঘটনাটি হয়েছে উত্তরাখণ্ডের বদ্রিনাথের এক পোলিং বুথে।
অভিযোগ করা হয় বিজেপি বিধায়ক মহেন্দ্র ভাটের বিরুদ্ধে। বিরোধীরা অভিযোগ করেন যে ভোট দিয়ে বেরিয়ে, ইভিএম–এর কাছেই, জয়চিহ্ন দেখিয়ে বুথের ভিতর দাঁড়িয়ে ছবি তোলেন তিনি। যা নির্বাচনের আচরণ বিধির বিরুদ্ধে। মুহুর্তে এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
উল্লেখ্য, আইনত পোলিং বুথে মোবাইল নিয়ে যাওয়া বা মোবাইলে ফটো তোলা দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও এই নিয়ম ভেঙে কি করে ছবি তুলল একজন বিধায়ক তাই নিয়েই প্রশ্ন তোলেন বিরোধীরা। তবে নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয় নি। প্রশ্ন এও উঠছে এরপরও কমিশন কি করে চুপ আছে।