স্মৃতি শ্রীনিবাস মান্ধানা ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিমের ওপেনার। উইজডেন এই ভারতীয় মহিলা ক্রিকেটারকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে বেছে নিল। উইজডেন অ্যালম্যান্যাক তাঁকে দিল ‘লিডিং উওমেন’স ক্রিকেটার অফ দি ইয়ার’ খেতাব।
বছর বাইশের স্মৃতি মান্ধানা খেলার জগতে একজন উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই তিনি টি-টোয়েন্টি ম্যাচে ভালো করেছেন। ভারতের মহিলা ক্রিকেট টিমে ইন্ডিয়ার হয়ে ওপেন করা স্মৃতি মান্ধানা ২০১৮-য় ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি মোট ৬৬৯ রান করেন। সুতরাং তাঁর গড় ছিল ৬৬.৯০। সেখানে ২৫টি টি-২০ ম্যাচে তাঁর রান ৬২২। আর স্ট্রাইক রেট ১৩০.৬৭। স্মৃতি মান্ধারের টি-টোয়েন্টিতে র্যাঙ্কিং এখন তিনে। ভারতের মহিলা টিমের ওপেনার হিসেবে আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন স্মৃতি মান্ধানা। ।