কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের মঙ্গলবারের ম্যাচটা হওয়ার কথা ছিল ধোনির মগজাস্ত্র বনাম আন্দ্রে রাসেলের পেশি শক্তির খেলা। কিন্তু সেই লড়াই শুরু হওয়ার আগেই নাইটদের শেষ করে দিয়েছিল ধোনির চতুর নেতৃত্ব। আর হারের সঙ্গেই চিন্তা ঢুকল নাইট শিবিরে কারণ রাসেলের বাঁ হাতের কব্জিতে চোট। তবে আপাতত স্বস্তি কলকাতার কারণ বুধবার সকাল থেকে আর কোনও ব্যথা অনুভব করছেন না ক্যারিবিয়ান বিধ্বংসী অলরাউন্ডার। হাতে পরেননি কোনও ‘রিস্টব্যান্ড’-ও। শুক্রবার দিল্লির বিরুদ্ধে তাঁর খেলতে কোনও অসুবিধা হবে না।
বুধবার বিকেলে চেন্নাই থেকে কলকাতা পৌঁছল টিম কেকেআর। টিম হোটেলে ফিরেই ওপেনার ক্রিস লিনের জন্মদিন পালন করেন রাসেল, সুনীল নারাইনেরা। কেকেআরের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, রাসেল, নারাইন ও ব্রাথওয়েট মিলে লিনের মুখে চকোলেট কেক মাখিয়ে দিচ্ছেন। লিনকেও কোনও প্রতিবাদ করতে দেখা যায়নি। শান্ত ছেলের মতো নিজের গাল বাড়িয়ে দিয়েছেন।
মঙ্গলবার রাতে চেন্নাইয়ের বিরুদ্ধে কব্জির চোট নিয়ে ব্যাট করতে হয় রাসেলকে। হাতে এতটাই ব্যথা অনুভব করছিলেন যে, একটি ফুলটস বল ছয় না মেরে কভারের হাতে ঠেলে দেন রাসেল। তবুও শেষ ওভারে স্কট কুগেলাইনকে একটি ছয় ও দু’টি চার মেরে দলের রান ১০০-রউপরে নিয়ে যান কেকেআরের ‘বাহুবলী’। সে দিন রাতেও রাসেলের কব্জি বেশ ফুলে গিয়েছিল। কিন্তু সারা রাত বরফ দেওয়ার পরে হাতের ফোলা ভাবও কমে গিয়েছে।