সারা দেশ জুড়ে যখন সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি চলছে সেখানেই বেঙ্গালুরুর রাম মন্দিরে এক অন্য চিত্র। ওই রাম মন্দিরের দেখভালের দায়িত্ব এক মুসলমান যুবকের কাঁধে। সাদ্দাম হুসেন নামে এক বছর ২৭ বয়সী যুবকেরই এই রাম মন্দিরের।
রামনবমীতে মন্দিরের যে রথ বেরায় মন্দির থেকে সেই রথ দেখাশোনার দায়িত্ব তাঁর উপর। এছাড়াও মন্দির চত্ত্বর পরিষ্কার করার দায়িত্বও পালন করেন তিনি। সকালে এসেই পুরো মন্দির পরিষ্কার করে দিনের শুরু করেন তিনি। আর এই কাজ করে সে খুবই খুশি সেটা তাঁর কথা থেকেই স্পষ্ট। সে জানান, ‘মন্দিরে দু’ধরনের লোক আসেন। এক শ্রেণির মানুষ আমার কাজের প্রশংসা করেন এবং দ্বিতীয় শ্রেণির মানুষ আমার কাজ দেখে মন্তব্য করেন। আমি তাঁদের দিকে চেয়ে শুধু হেসে দিই।’
ধর্মের নাম করে অনেক সংগঠনই দেশ বিভক্তের রাজনীতিতে মেতেছে। কিন্তু সাদ্দামের মতো মানুষরা থাকলে, সেই সংগঠনগুলি তাদের উদ্দেশ্যে কোনওদিনও সফল হবে না। নির্বাচনে ধর্ম যখন ইস্যু করছে রাজনৈতিক দলগুলি সেখানে এই চিত্র সত্যিই মানবিকতার কথা বলে।