অন্ডালের মদনপুর গ্রামে মুনমুন সেনের রোড শোয়ে মানুষের ভিড় উপচে পড়ল। দুপুর ১২টা নাগাদ তিনি গ্রামে ঢুকলে ভিড় যেন দু’গুন বেড়ে গেল। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে কেউ তুললেন সেলফি, কেউ হাত মেলালেন। দলের মহিলা কর্মীরা আবার থালায় গুড়, নকুলদানা সাজিয়ে এগিয়ে দিলেন তাঁর দিকে। এক জায়গায় কর্মীরা মুনমুন সেনের গলায় মালা পড়িয়ে তাঁকে বরণ করে নিলেন। মুনমুনদেবী বলেন, “বিগত পাঁচ বছরে এখানে কেউ কোনো কাজ করেনি। আমি এখানে কাজ করতে চাই”।
এতদিন আসানসোলের তৃণমূল প্রার্থী বিভিন্ন জায়গায় সভা করছিলেন। এবার তিনি জোর দিয়েছেন রোড শো-এর উপর। গর পরশু রাতে তিনি আসানসোলের কল্যাণপুর-সহ বিভিন্ন এলাকায় কর্মসূচী গ্রহণ করেছিলেন। তৃণমূল সূত্রে খবর, এই এলাকায় বিজেপি মাথা তুলে দাঁড়ানোর চেষ্ঠা করছে। কিন্তু এদিন মুনমুন সেনের রোড শো-তে মানুষের ভিড় প্রমাণ করে দিয়েছে তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের উপর ভরসা করেন। এদিনের রোড শো-তে মুনমুনের সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসন দাসু। তিনি জানান, “যেখানেই যাচ্ছি মানুষের পাশে পাচ্ছি। জয়ের বিষয়ে আমরা নিশ্চিত”।