ব্যাঙ্কের খাতায় ১৫ লক্ষ টাকা ঢোকেনি গরিব মানুষের তাঁর বদলে ভোটের আগে বিলি হচ্ছে ১০ হাজার টাকার চেক। অভিযোগের তির বিজেপির দিকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হিলির বিভিন্ন এলাকায়। ঘটনার তথ্য জানিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস। বুধবার হিলির বিনশিরা, ধলপাড়া, হিলি সহ একাধিক এলাকায় ঘটে এমন ঘটনা।
এলাকার বাসিন্দা লখিন্দর মাহাতো কাছে থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১০ হাজার টাকার চেক সামনে এলেই নজর কাড়ে ঘটনাটি। এরপরই জানা যায় এলাকার অনেকের কাছেই এইরকম চেক বিলি করা হয়েছে বিজেপির তরফ থেকে। আর তারপরই তৃণমূল কংগ্রেস অভিযোগ করেন যে নীরব মোদীর পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের লুটের টাকা, সেই ব্যাঙ্কের মাধ্যমে ভোট বিলি করছে বিজেপি। এই নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে জেলার তৃণমূল কংগ্রেস।
এই চেক বিলির ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির জেলার সভাপতি শুভেন্দু সরকার। তিনি বলেন যে তাদের বাইক র্যালি
তে নিয়ে আসা ক্ষতিগ্রস্ত বাইকের জন্য তাদের কর্মীদের চেক দেওয়া হয়েছে। কিন্তু এই বাইক র্যালি কবে হল আর কিভাবেই বা ক্ষতিগ্রস্ত হল তা জানা নেই এলাকার মানুষদের।
বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ জানান যে বিজেপি উন্নয়নের নামে যে পাঁচবছরে গরিবের টাকা লুট করেছে তাই এখন ভোটের আগে বিলি করছে আর ভোট কিনছে। তা নিয়ে নির্বাচন কমিশনের কাছেও চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।