‘আমরা চাই না চোপড়ায় আগুন জ্বলুক, চাই না দার্জিলিঙে আগুন জ্বলুক। কখনই চাই না শিলিগুড়িতে দাঙ্গা হোক। আমরা চাই সব জায়গায় শান্তি। পাহাড় ও সমতল একসাথে কাজ করি।’ বুধবার উত্তরবঙ্গের চোপড়ার জনসভা থেকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল চোপড়ার দাসপাড়া ময়দানে ছিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে বিশাল জনসভা। প্রথম দফা নির্বাচনের আগের দিন সেই সভামঞ্চ থেকেই সুর চড়ালেন মমতা। তিনি বলেন, ‘কংগ্রেস, সিপিএম দিয়ে কিছু হবে না। কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেসই।’ শুধু তাই নয়, সিপিএম-কংগ্রেসকে বিজেপির সমগোত্রীয় বলেও কটাক্ষ করেন তিনি।
গতকালের জনসভা থেকে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আরও একবার তোপ দেগে মমতা বলেন, ‘জওয়ানদের নিয়ে রাজনীতি করছেন, লজ্জা করে না! দেশের প্রধানমন্ত্রী শুধু যুদ্ধের কথা বলেন।’ তবে এবারের ভোটে যে দেশের ভোটারদের স্ট্রাইক দেখবেন মোদী, সে কথাও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি।
দিন দুয়েক আগেই নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রথম ভোট সেনাকে উৎসর্গ করার নামে নিজেকে ভোট দেওয়ার কথা বলেছিলেন মোদী। তা নিয়ে মমতা বলেন, ‘আমরা তা করব না। ভোট তৃণমূলকে দিন, যাতে এই সুযোগসন্ধানীগুলোকে তাড়াতে পারি।’
পাশাপাশি, এলাকার বিদায়ী বিজেপি সাংসদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘এখানকার সাংসদ ছিলেন আলুওয়ালিয়া। আপনারা তাকে এই এলাকায় কতবার দেখতে পেয়েছেন? আসলে ভোটের সময় দিল্লী থেকে দল নিয়ে আসে বিজেপি। ভোটে জিতে আবার ওরা পালিয়ে যায়।’
তিনি এই অভিযোগও করেন যে, গো রক্ষার নামে বিজেপি দেশে জুলুম চালিয়েছে। সংখ্যালঘুদের ওপরও জুলুম চালিয়েছে ওরা। আর ভোটের মুখে এখন সিবিআই এবং ইনকাম ট্যাক্স দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। চৌকিদার লুটেরা, চৌকিদার দাঙ্গাবাজ বলেও মোদীকে তীব্র আক্রমণ করেন মমতা।