বুথ কেন্দ্রে বিজেপিরা দলিতদের ঢুকতে বাধা দিয়েছে এমনই গুরতর অভিযোগ করলেন বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতী। বসপা-র পক্ষ থেকে এই বিষয়টি জানিয়ে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে।
নির্বাচনের প্রথম দফার তালিকায় ছিল উত্তরপ্রদেশের আটটি কেন্দ্র। আর সেখানেই ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বহুজন সমাজপার্টির নেতা সতীশ চন্দ্র মিশ্র জানান যে দলিত ভোটারদের ভোট দানে বাধা দেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশনকে তাই কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে৷ এই ঘটনার পেছনে উঁচু মহলের হাত আছে বলেও অভিযোগ করেন তিনি। এই ‘উঁচু মহল’ বলতে তিনি যে পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করেছেন সেটাই মনে করছেন রাজনীতিবিদরা।
নির্বাচন কমিশনের কাছে আরও একটি বিষয় নিয়ে অভিযোগ করেন বহুজন সমাজপার্টি। সেখানে বলা হয় যে ইভিএম মেশিনে কারচুপি৷ বিজেপি এই কারচুপি করেছে৷ বিএসপির প্রতীক চিহ্নে বোতাম টিপলেও সেটি বিজেপির খাতাতেই পড়ছিল৷ শুধু চিঠি নয়। চিঠির সঙ্গে একটি ভিডিও ফুটেজও পাঠিয়েছেন বসপা। সেখানে দেখা গেছে হাতি চিহ্নে ভোট দিলে পড়ছে সেটা পদ্ম চিহ্নে।