নির্বাচনের আদর্শ আচরণ বিধি ভঙ্গের দায়ে বারবার কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে বিজেপির নামে। তবে তাতে শুধরে নেওয়া তো অনেক দূর, কমিশনকে কার্যত পাত্তা না দিয়ে সেই কাজই করে যাচ্ছে মোদী শিবির। ভোট শুরু হয়ে গেলেও বহাল রইল সেই ধারা। নির্বাচন কমিশনের আপত্তি সত্বেও অমিত শাহের সভাতে বাজল বাবুলের বিতর্কিত গান।
নির্বাচনী সভার আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে উঠেছে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ৷ রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব মাঠে সভা প্রাঙ্গন এবং তার আশেপাশে জোরে জোরে বাজতে দেখা গিয়েছে বাবুল সুপ্রিয়ের বিতর্কিত গান৷ যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা৷ যে গান নিয়ে নির্বাচন কমিশনের আপত্তির শেষ নেই, সেই গানই কীভাবে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভার আগে বাজতে পারে, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷
উল্লেখ্য, কমিশন সরাসরি নির্দেশ দিয়েছে, কোনও অবস্থাতেই আর বাজানো যাবে না বাবুল সুপ্রিয়র তৈরি বিজেপি-র থিম সং। কমিশন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এই গানটিকে। গানের প্রায় ২৬টি শব্দ পালটে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। কিন্তু সে কথাটুকুর ও মান রাখেনি বিজেপি। কানেই তোলেনি কমিশনের কথা। আর তার পরই শনিবার বাবুলের সেই গান নিষিদ্ধ ঘোষণা করে কমিশন। কিন্তু কে শোনে কার কথা! নিষেধ সত্বেও বাজানো হচ্ছে বাবুলের তৈরি বিজেপির থিম সং। এই গানকে নিষিদ্ধ করার পরেও নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে রবিবার আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র বাড়ির সামনেই চলেছে এই গান। কমিশনের নির্দেশকে গুরুত্ব না দেওয়া গেরুয়া শিবিরের স্বভাবে দাঁড়িয়েছে।