আজ থেকে শুরু হল ২০১৯ লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট। বৃহস্পতিবার প্রথম দফা ভোটের দিনই অ্যাপোলো কর্ণধারের মেয়ে শোবানা কামিনেনি ভোট দিতে পারলেন না। শোবানার কাছে রয়েছে বৈধ ভোটার কার্ড। কিন্তু তিনি হায়দ্রাবাদের পোলিং বুথে ভোট দিতে গিয়ে দেখেন ভোটার তালিকা থেকে তাঁর নাম মুছে দেওয়া হয়েছে। অ্যাপোলো কর্ণধারের মেয়ে শোবানা বলেন, “ভারতীয় নাগরিক হিসাবে আমার কাছে এটা সবচেয়ে জঘন্য দিন”। শুধুমাত্র ভোট দেওয়ার জন্যই শোবানা বিদেশ সফর থেকে ভারতে ফিরে আসেন।
আজ প্রথম দফার ভোট গ্রহণপর্ব চলছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানা-সহ ১৭টি লোকসভা কেন্দ্রে। বাংলার আলিপুরদুয়ার আর কোচবিহারেও চলছে ভোট গ্রহণ। অন্ধ্রপ্রদেশের ৫০টি কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার খবর এসেছে। অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডির মেয়ে এবং শিভেল্লার কংগ্রেস প্রার্থীর বাড়ির বউ হলেন শোবানা। তিনি জানান, “আমি ফিরে আসি শুধু আমার ভোটাধিকার প্রয়োগের জন্য। আমি বুথে আসি এবং আমায় বলা হয় যে আমার ভোট নেই। আমাকে এই দেশের নাগরিক হিসাবে কি গণ্য করা হয়নি? আমার ভোট কি গুরুত্বপূর্ণ নয়? দেশের একজন নাগরিক হিসাবে আমি বলব এটা অপরাধ এবং আমি তা বরদাস্ত করব না”।