চলতি মরশুমের আইপিএল চলছে জোরকদমে। কিন্তু এসবের মাঝে সিওএ কমিটি আরও একটি ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবার মহিলাদের জন্যও আইপিএলের আয়োজন করার কথা জানিয়েছে ভারতীয় বোর্ড। তবে মহিলাদের আইপিএলকে মিনি আইপিএল বলাই যুক্তিসঙ্গত হবে। কারণ মাত্র তিনটি দলকে নিয়ে এই আইপিএল খেলা হবে। মহিলাদের জন্য আয়োজিত আইপিএলে মোট চারটি ম্যাচ হবে। একটি ম্যাচ হবে বিশখাপত্তনমে আর বাকি তিনটি হবে বেঙ্গালুরুতে। ম্যাচের তারিখ নিয়ে এখনও পাকাপাকি ভাবে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। তবে এই ম্যাচগুলি দেখানো হবে রাত আটটা থেকে। ।
অন্যদিকে, ৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২৩ এপ্রিলের মধ্যে প্রতিটি দলকে স্কোয়াড ঘোষণা করতে হবে। যদিও বিসিসিআই আগেই জানিয়েছে যে তারা ২৩ এপ্রিল পর্যন্ত অপেক্ষা না করে আগেই দল ঘোষণা করে দেবে। তবে বিশ্বকাপের দলে চার নম্বর জায়গা নিয়ে ভাবনা-চিন্তা করছে কমিটি। চার নম্বর জায়গার জন্য আম্বাতি রায়াডু, ঋষভ পন্থ, কেএল রাহুল এবং দীনেশ কার্তিকের মধ্যে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে দ্বিতীয় অলরাউন্ডার নিয়েও ভাবনা-চিন্তা করছে নির্বাচক কমিটি। এক্ষেত্রে রবীন্দ্র জাদেজা এবং বিজয় শঙ্করের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী সোমবার।