[Total_Soft_Poll id=”2″]
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন দেশের শীর্ষ আদলতে। সিবিআইর পক্ষ থেকে বলা হয় আদালতকে ভুল পথে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন লালুপ্রসাদ যাদব। লালুপ্রসাদ যাদবের জামিনের আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
পশু খাদ্য কেলেঙ্কারি মামলার লালুপ্রসাদের জামিনের আর্জি খারিজ করে আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ লালুপ্রসাদের আর্জি খারিজ করে। আদালতের পক্ষ থেকে জানানো হয় লালুপ্রসাদ যাদব জেলে থাকলেই বিপদ নেই। আদালতের পক্ষ থেকে এই কথাটি বলা হয় যখন লালু প্রসাদের আইনজীবী কপিল সিব্বাল আদালতকে প্রশ্ন করেন কী বিপদ আছে লালুপ্রসাদ বাইরে থাকলে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয় লালুপ্রসাদের জেলের মেয়াদের বিষয় যাবতীয় সিদ্ধান্ত নেবে পাটনা হাইকোর্ট।
[Total_Soft_Poll id=”3″]
সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয় বুধবার দিন। রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চের পক্ষ থেকে বলা হয় লালু প্রসাদ যাদব মাত্র ২৪ মাস জেলে থেকেছেন ২৫ বছরের মধ্যে ।