[Total_Soft_Poll id=”2″]
প্রথম দফার সাধারণ নির্বাচন শুরু হতে আর কিছু সময় বাকি। আর তার আগে এই গুরুত্বপূর্ণ সময় ধ্বস বিজেপি শিবিরে। নাগাল্যান্ডে গেরুয়া শিবিরের প্রায় ৩৭ জন গুরুত্বপূর্ণ সদস্য ইস্তফা দেন। তারা ইস্তফা পত্র তুলে দেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতির হাতে।
নাগাল্যান্ডের বিজেপি সভাপতিকে একটি চিঠির মাধ্যমে ওই সদস্যরা বলেন পার্টির আদর্শ এবং দর্শনের সঙ্গে মতের অমিল হওয়ার কারণেই তারা ইস্তফা পত্র জমা দিয়েছেন। বলা হয় তাদের অন্যতম আপত্তির কারণ বিজেপির হিন্দুত্ববাদী আদর্শ। তারা আপত্তি জানান সেক্রেটারি অনন্ত মিশ্রার বিষয় নিয়েও।
ওই সদস্যরা একাধিক কারণ দেখান ইস্তফা দেওয়ার জন্যে। তারা বলেন এনডিএ জামানায় একাধিকবার বৈঠক এবং ২০১৫ সালে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সই
হওয়া সত্বেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি ইন্দো-নাগা শান্তি আলোচনার বিষয়। তারা যোগ করেন ওই রাজ্যের দলের সিনিওর স্টেট একজিকিউটিভ সদস্যরা ক্ষুব্ধ নাগরিকত্ব সংশোধনী বিলের বিষইয়ে। অভিযোগ করা হয় দলের প্রবীণ নেতাদের কোন গুরুত্ব দেওয়া হয় নি।
[Total_Soft_Poll id=”3″]
এছাড়াও একাধিক বিষয়কে তুলে ধরেন ওই সদস্যরা। রাজনৈতিক মহলের মতে ভোট শুরু হওয়ার ঠিক আগে বিজেপি শিবিরের এই ধ্বস যথেষ্ট চাপ সৃষ্ট করবে।