[Total_Soft_Poll id=”2″]
আগামীকাল থেকেই দেশজুড়ে শুরু হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচন। এদিকে রাফাল নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক ডামাডোল। ‘চৌকিদারই চোর হ্যায়’ অভিযোগ তুলে দেশের বিরোধীরা যখন আবারও সোচ্চার, ঠিক এমন সময়েই ফের তাতে নয়া মাত্রা যোগ করল ‘দ্য হিন্দু’। রাফাল দুর্নীতি নিয়ে দ্য হিন্দু সংবাদপত্রের প্রতিবেদনে আবারও তোপ দাগলেন প্রবীণ সাংবাদিক এন রাম। সামনে এল আরও কিছু বেনিয়ম, যার জন্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনার নিয়মনীতি পর্যন্ত বদলে ফেলা হয়েছিল। কে সেই রদবদলের সিদ্ধান্ত নিয়েছিল? প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি, যার মাথায় আছেন প্রধানমন্ত্রী স্বয়ং।
ছাপার অক্ষরে সেই বেনিয়মের অভিযোগ ওঠার পর সরকার এখন জনান্তিকে বলছে, জাতীয় স্বার্থেই কিছু নিয়ম সামান্য বাঁকিয়ে–চুরিয়ে নিতে হয়েছিল। কারণ প্রতিরক্ষা সরঞ্জাম সংক্রান্ত নিয়মকানুন এতই কঠোর এবং অনমনীয় যে, অসুবিধা হচ্ছিল। কাজেই দেশের মুখ চেয়ে কিছু রদবদল। কীরকম শক্ত নিয়ম? একটি হল— প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে ‘আনডিউ ইনফ্লুয়েন্স’, অর্থাৎ কোনও অন্যায্য প্রভাব খাটানোর চেষ্টা গ্রাহ্য হবে না। দ্বিতীয় নিয়মটি আরও শক্ত। কোনও দালাল বা দালাল সংস্থাকে কমিশন দেওয়া হবে না। এই দুটি কড়া নিয়ম নিঃশব্দে বাদ দেওয়া হয়েছিল রাফাল চুক্তি থেকে। তাতে কার বা কাদের স্বার্থ রক্ষিত হল, বলাই বাহুল্য।
এছাড়াও দাসো অ্যাভিয়েশন এবং মেসার্স এমবিডিএ নামে দ্বিতীয় একটি ফরাসি সংস্থাকে বেনজিরভাবে বিশেষ ছাড় দিয়েছে প্রতিরক্ষা বিষয়ক ক্যাবিনেট কমিটি। ২০১৬ আগস্টে রাফাল চুক্তির চূড়ান্ত খসড়া যখন নিয়মমাফিক কমিটির পর্যালোচনা এবং অনুমোদনের জন্য পাঠানো হয়, তখনই ৭৮৭ কোটি ইউরোর ওই চুক্তিতে দুই বেসরকারি ফরাসি সংস্থাকে বিশেষ ছাড়গুলি দেওয়া হয়। যেভাবে প্রতিরক্ষা মন্ত্রকের চলতি নিয়মের বাইরে গিয়ে তা করা হয়েছিল, তাতে রীতিমতো অস্বস্তিতে ছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর।
[Total_Soft_Poll id=”3″]
প্রতিরক্ষা দফতরের যে পরিষদ ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তিটি ফরাসি পক্ষগুলির সঙ্গে লাগাতার আলোচনার মাধ্যমে চূড়ান্ত করেছিল, পারিকরই ছিলেন সেই পরিষদের মাথায়। কিন্তু প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বাধীন পরিষদকে টপকেই চুক্তির শর্ত রদবদল করেছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি, এই তথ্যই উঠে এসেছিল হিন্দু সংবাদপত্রের বিশেষ প্রতিবেদনে। উল্লেখ্য, এরই মধ্যে আজ কেন্দ্রের আর্জি খারিজ করে, ফাঁস হওয়া রাফাল নথিকেই প্রামাণ্য হিসেবে মেনে নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। যা নিয়ে ভোট শুরুর লগ্নে ফের ব্যাকফুটে বিজেপি।