মোদী রাজ্যের সুরাটের হিরে ব্যবসায়ীরা এইবার সরাসরি মোদীর নীতি নিয়ে সরব হয়েছেন। মোদীর জিএসটি নীতিতে তাদের ব্যবসা বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি তোলেন হিরে ব্যবসায়ীরা। একবছরেরও বেশি লাগু করা জিএসটি ব্যবস্থাতে অসহায় বোধ করছেন তাঁরা।
ব্যবসায়ীরা বলেন যে জিএসটি নীতি লাগু হওয়ায় তাঁরার অনেকদিক থেকেই অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন। ব্যবসায়ী রাজেশ মোরাদিয়া জানান যে তাদের ব্যবসা ফ্যাশনের ব্যবসা। আর জিএসটি লাগু হওয়ার পর তাঁদের ব্যবসা প্রায় অর্ধেক হয়ে গেছে। মার্কেটে কোনো টাকা নেই এবং ক্রেতাদের একটা বড় অংশ তাদের কেনাকাটার হার কমিয়ে ফেলেছেন আর সেটার জন্য এই জিএসটি নীতিই দায়ী।
শ্রমের উপর ৫ শতাংশ জিএসটি লাগু করেছিল মোদী সরকার। আর সেটাই হিরে কারিগরদের মধ্যে বেশি প্রভাব ফেলেছে। বিক্রম নামে কারিগর বলেন, ‘ জিএসটির জন্য ব্যবসাতে ক্ষতি হচ্ছে। বাজারে কোন কাজ নেই এবং তার জন্য আমরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি।’
এছাড়াও ব্যাঙ্কগুলি আর কোন হিরে ব্যবসায়ীকে লোন দিতে চাইছে না এবং ব্যবসায়ীদেরকে ৩০ শতাংশ টাকা ফিরিয়ে দেওয়ার কথাও বলেছে ব্যাঙ্কগুলি বলে জানিয়েছেন একজন হিরে ব্যবসায়ী। নীরব মোদীর ঘটনার পর থেকেই ব্যাঙ্কগুলি এই সিদ্ধান্ত নিয়েছে তা চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের।
তাহলে এখন এটাই প্রশ্ন উঠছে মোদীর জিএসটি নীতি কি আদেও সবার জন্য সুবিধা করল? মোদীর জনদরদী নীতিই আজ জনবিরোধী হয়ে উঠেছে।