ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করার বিরাম নেই। এইবার সেই আগুনে ঘি ঢেলে দিলেন বহুজন সমাজপার্টির নেত্রী মায়াবতী। তিনি প্রচারে এসে সমস্ত মুসলিমদের এককাট্টা হয়ে সপা-বসপা জোটে ভোট দেওয়ার আবেদন জানান। এই নিয়ে রাষ্ট্র রাজনীতিতে চর্চা যখন তুঙ্গে তারমধ্যেই ধার্মিক সংগঠন জামাত-এ-ইসলামি হিন্দ সব মুসলিমদের কাছে মহাজোটকে ভোট দেওয়ার আবেদন জানায়।
চিঠি লিখে জামাত-এ-ইসলামি হিন্দ আবেদন করে যে মহাজোটকে ভোট দিতে। আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। মহাজোট মানেই সেই ভোট বিজেপির বিরুদ্ধে দেওয়ার কথাই পরোক্ষভাবে বলে সংগঠনটি।
মুসলিমরা বিজেপিকে ভোট না দিলে তাঁর বড় অংশ যে কংগ্রেসের দিকে ঝুঁকে পড়বে সেই আশঙ্কা করেই মায়াবতী বলেন যে ভোট ভাগ না করার কথা। কংগ্রেসের ক্ষমতা নেই বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার। তিনি মহাজোটকে ভোট দেওয়ার কথাও মনে করিয়ে দেন বারবার।
আগামীকালই ভোট শুরু উত্তরপ্রদেশে। এখন এটাই দেখার মুসলিমদের ভোট কোনদিকে ঝুঁকে থাকে। তাঁরা কার আহ্বানে সাড়া দেয় সেটাই দেখার এখন সময়ের অপেক্ষা।