আসন্ন লোকসভা ভোটে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে বাঁকুড়ার হিড়বাঁধে সভা করেন যুব তৃণমূল সভাপতি তথা দলের বাঁকুড়া জেলা পর্যবেক্ষক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হিড়বাঁধের ভুবনডিহি মাঠের সভামঞ্চ থেকে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘২০০৯ সালে এই জেলা থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে হেরেছিলেন সুব্রতবাবু। তার পরেও জেলায় এসেছেন অন্তত দু’শো বার। মানুষের পানীয় জলের সমস্যা দূর করেছেন।’’ তাঁর কটাক্ষ, ‘‘গত বিধানসভায় সিপিএমের প্রার্থী হয়েছিলেন অমিয় পাত্র। ভোটে হেরে গিয়েছেন। তারপরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।’’
এই সভার পরে জয়পুরের গোকুলনগর স্টেশন সংলগ্ন মাঠে সভা করেন অভিষেক। গোকুলনগরের সভার মঞ্চ থেকে তিনি বলেন, “আসন্ন লোকসভা ভোটে ৪২-এ ৪২ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্যে সবাই যে হাতে হাত মিলিয়ে কাজ করছেন তা দেখে খুব ভালো লাগছে”।
জেলা পর্যবেক্ষক তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভোটের এক সপ্তাহ আগে থেকে তিনি পুরুলিয়ায় চলে আসছেন। জেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করবেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত এই জেলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’টি সভা করার কথা। অভিষেক ইতিমধ্যেই পুরুলিয়া কেন্দ্রে তিনটি সভা করেছেন। ভাঙড়া ও পাড়া দুই সভাতেই তিনি জানিয়েছেন, প্রচারের শেষ লগ্নে পুরুলিয়ায় তিনি এক সপ্তাহ থাকবেন। পাড়ার সভায় তিনি বলেছেন, ‘‘আগামী ৪ মে থেকে সাত দিন পুরুলিয়াতে এসে মাঠে ময়দানে প্রচারে ঝড় তুলব। দেখব কার কত শক্তি আছে এই পুরুলিয়ায়।’’ দলের একটি সূত্রের খবর, ৫ মে থেকে জেলার বাঘমুণ্ডি, কাশীপুর, মানবাজার, আড়শা ও চেলিয়ামাতে সভা করার কথা অভিষেকের। ১০ মে প্রচারের শেষ দিনে পুরুলিয়া শহর ও ঝালদায় তিনি রোড শো করতে পারেন।