থেমে গেল কেকেআরের অশ্বমেধের ঘোড়া। চেন্নাইয়ের লায়ন্সদের কাছে পরাজিত কলকাতার নাইটসরা। টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সিএসকে-র ক্যাপ্টেন কুল এমএস ধোনি। শুরুতেই ধাক্কা খায় কেকেআরের ব্যাটিং। প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফিরে যান কেকেআরের মারকুটে ব্যাটসম্যান ক্রিস লীন(০)। সুনীল নারাইন ও বিশেষ কিছু করতে পারেননি এই দিন ম্যাচে। নারাইন আউট হয় মাত্র ৬ রান করে। প্রথম দু ওভারের মধ্যে দু উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যান নাইটসরা। তৃতীয় ওভারেই নীতিশ রানা(০) কে তুলে নেন চাহার।
নাইটস অধিনায়ক দীনেশ কার্তিক ও রবিন উথাপ্পার অভিজ্ঞ জুটি মাত্র ১৫ রান যোগ করতে পারেন নাইটসদের টোটাল স্কোরে। সেই চাহারের বলেই আউট হয় কেকেআর শিবিরের অভিজ্ঞ ব্যাটসম্যান রবিন উথাপ্পা।
রাসেলের চওড়া ব্যাটের ওপর ভর করে কেকেআরের মোট স্কোর ১০০ রানের গণ্ডি পার করে। সাবধানী রাসেল এইদিন করে ফেলেন আইপিএলের ৬ নম্বর অর্ধশতরান। ২০ ওভারের শেষে কেকেআরের স্কোর দাঁড়ায় মাত্র ১০৮ রান ৯ উইকটের বিনিময়ে।রাসেল অপরাজিত থেকে যান ৫০(৪৪) রানে। সিএসকের ডি চাহার ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ধোনী ব্রিগেড। ওয়াটসন ১৮ রানের মাথায় আউট হতে কিছুটা আশার আলো দেখা দেয় কেকেআর শিবিরের। কিন্তু চেন্নাইয়ের ফাফ ডু প্লেসিসের ৪৫ বলে ৪৩ রানের সাবলীল ইনিংসের ওপর ভর করে জয়ের জন্যে নির্দিষ্ট রান তুলে নেয় সিএসকে। নাইটসদের হয়ে ৩.২ ওভারে ২৪ রান খরচা করে দুটি উইকেট নেন সুনীল নারাইন। ১৭.২ ওভারেই ম্যাচ পকেটে পুরে ফেলে চেন্নাই ব্রিগেড। ঘরের মাঠে সিএসকে পরাজিত করে কেকেআরকে ৭ উইকেটে।