[Total_Soft_Poll id=”2″]
২০১৪ সালে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শুরু করেছিলেন মোদী। তারপর থেকে বাড়ি, রান্নার গ্যাস, বছরে ২ কোটি চাকরি – কত কিছুই না প্রচারে বলেছিলেন। এর মধ্যে কটা পূরণ হয়েছে? ২০১৯-এর ভোটের আগে সেসব পরীক্ষা করতে এ বার দলের ওয়েবসাইটে ‘জুমলা মিটার’ চালু করল তৃণমূল।
কী আছে এই জুমলা মিটারে? এতে তুলে ধরা হয়েছে মোদীর প্রতিশ্রুতি বা বক্তব্য এবং বর্তমান আসল সত্য। যাচাই করে দেখানো হয়েছে বক্তব্যের সত্য মিথ্যা। প্রথমে তাতে ‘মোদী যা বলেছেন’ তার একটি অংশ। তার ঠিক নীচে রয়েছে ‘প্রকৃত তথ্য’। কোন জায়গা থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে দেওয়া হয়েছে তার সূত্রও। আর এই দুই বক্তব্যের ডান দিকে রয়েছে একটি মিটার। যার বাঁ দিকে মিথ্যা, এবং ডান দিকে সত্য।মাঝখানে একটি কাঁটা। তার দু’পাশে দু’টি আলাদা রং। নির্দিষ্ট বিভাগে গেলেই ওই কাঁটাটি ঝুঁকে পড়ছে মিথ্যা, অর্থাৎ বাঁ দিকে। কারণ, মোদীর যে সব বক্তব্য বা প্রতিশ্রুতি দিয়েছেন, তার সব কটি মিথ্যা।
রথমেই রয়েছে কর্মসংস্থান ইস্যু। জুমলা মিটার জানাচ্ছে, মোদী বলেছেন, ‘শ্রম-নির্ভর উৎপাদন বৃদ্ধি করা হবে, স্ব-নির্ভর হতে উৎসাহিত করা হবে।’ অথচ প্রকৃত তথ্য, ‘গত ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ – ৬.১%। ২ কোটি মানুষ বেকার হয়েছেন। ভারতের ৭৭% কর্মীরাই অসুরক্ষিত কাজে নিযুক্ত।’ এসেছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রক্ষা বিষয়ে দেওয়া মোদীর শ্রতিশ্রুতির কথা। জুমলা মিটার জানাচ্ছে, মোদী বলেছিলেন, ‘দেশের উন্নয়ন রাজ্যগুলির মাধ্যমে চালিত হবে।’ প্রকৃত তথ্য হল, ‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। অন্ধ্রপ্রদেশকে স্পেশাল ক্যাটেগরি স্ট্যাটাস দিতে অস্বীকার করেছে। বাংলা, কেরলের মত বিরোধী রাজ্যগুলোকে বন্যাত্রাণের জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া হয়নি।’
তুলে ধরা হয়েছে কৃষির প্রসঙ্গও। জুমলা মিটার জানাচ্ছে, মোদী বলেছিলেন, ‘কৃষিতে সরকারি বিনিয়োগ বাড়বে। কৃষিতে লাভের পরিমাণ বাড়ানোর জন্য চাষের খরচের ওপর অন্তত ৫০ শতাংশ মুনাফা নিশ্চিত করা হবে।’ কিন্তু তেমনটি ঘটেনি। প্রকৃত তথ্য হল, ১৯৮০-৮১ সালে কৃষি ক্ষেত্রে সরকারের বিনিয়োগ ছিল ৪৩.২% যা ২০১৬-১৭ সালে কমে হয়েছে ১৮.৮%। ২০১৮-১৯ সালের বাজেটে বলা হয় ন্যুনতম সহায়ক মূল্য চাষের খরচের ১.৫ গুণ করা হবে। কিন্তু বর্ধিত দাম নির্ধারণ করা হয় A2+FL ফর্মুলা অনুযায়ী (শুধু পারিবারিক শ্রম এবং কৃষিতে প্রয়োজনীয় জিনিসের হিসাব ধরে) C2 (জমির মূল্য) গ্রাহ্য না করেই।’
এভাবেই একে একে উঠে এসেছে মধ্যবিত্তের জন্য বাড়ির প্রকল্প, কৃষিতে সর্বাধিক গুরুত্ব, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, কালো টাকা দেশে ফেরানো, মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করতে সংবিধান সংশোধন, ১০০ স্মার্ট সিটি তৈরি, সুশাসনের মতো ৫০টি বিষয়ের সত্যমিথ্যা যাচাই করেছে ‘জুমলা মিটার’। আর কাঁটা সব ক্ষেত্রেই ঝুঁকে পড়েছে ‘মিথ্যা’র দিকে।
[Total_Soft_Poll id=”3″]