[Total_Soft_Poll id=”2″]
আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইটালির জুভেন্তাস বনাম নেদারল্যান্ডসের আয়াখ্স আমস্টারডাম। জুভেন্তাসের শিবিরে এখন খুশির হাওয়া কারণ দলে ফিরেছেন প্রধান অস্ত্র রোনাল্ডো। যোগ দিয়েছেন অনুশীলনেও।
সিআর সেভেন যে খেলবেন, তা জানিয়ে দিয়েছেন জুভেন্তাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি। তিনি সাফ বলে দেন, ‘রোনাল্ডো অবশ্যই শুরু করবেন। দারুণ অবস্থায় রয়েছে রিহ্যাবের পর।’ প্র্যাক্টিসে তিনি বেশ ফুরফুরে ছিলেন। হাসতে হাসতে টিমমেটদের সঙ্গে প্র্যাক্টিস করলেন। মজাও করলেন। কোচের ডাকা টিম মিটিং সেরে ফের গাড়ি চালিয়ে ফিরে গেলেন বাড়িতে। বেশ হাসিখুশি পরিবেশ জুভেন্তাসে সিআরসেভেন যোগ দেওয়ার পরে।
ইয়োহান ক্রুয়েফ এরিনায় এই ম্যাচ ঘিরে ডাচ ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। এই আগ্রহ যতটা না তাঁদের দেশের দলের জন্য, তার চেয়েও বেশি বিপক্ষ জুভেন্তাসের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে। প্রয়াত কিংবদন্তি ক্রুয়েফের পুত্র ইয়র্দি ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে বলে দিয়েছেন, ‘‘ফুটবলে ক’জনই বা অমর থাকতে পারে? আমার বাবার মতোই ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরকাল থাকবে রোনাল্ডো।’’ প্রি-কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ আটে উঠে এসেছে আয়াখ্স। ফলে রোনাল্ডোর জুভেন্তাসের বিরুদ্ধে নামার আগে চনমনে মেজাজেই রয়েছেন দালে ব্লিন্দ, ফ্রেঙ্কি দি ইয়ং-রা।
[Total_Soft_Poll id=”3″]
রোনাল্ডো হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মঙ্গলবার সকালেই মাঠে নেমে পড়লেন। আর তাতেই যেন চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচ জেতার জন্য জেগে উঠেছে মাসিমিলিয়ানো আলেগ্রির জুভেন্তাস। সেরি আ-তে আগামী শনিবার ম্যাচ রয়েছে রোনাল্ডোদের। যে ম্যাচ ড্র করলেই ইংল্যান্ড ও স্পেনের পরে ইটালিতে এসেও লিগ খেতাব হাতে উঠবে রোনাল্ডোর। কিন্তু সি আর সেভেন-সহ গোটা জুভেন্তাস শিবির ঘরোয়া লিগ জয়ের চিন্তা মাথা থেকে সরিয়ে পাখির চোখ করছেন বুধবারের আয়াখ্স ম্যাচকেই।
আয়াখ্সের বিরুদ্ধে শেষ দশ ম্যাচ অপরাজিত জুভেন্তাস। চোটের কারণে জর্জে কিয়েল্লিনি সোমবার অনুশীলন করেননি। কিন্তু মঙ্গলবার দলের সঙ্গে প্রস্তুতি পর্বে ছিলেন। বোঝাই যাচ্ছে, আয়াখ্সের বিরুদ্ধে অ্যালেক্স সান্দ্রো, কিয়েল্লিনি, বোনুচ্চি ও ক্যানসেলোকে নিয়েই রক্ষণ সাজাচ্ছে আলেগ্রি। মাঝমাঠে ব্লেইস মাতুইদি, রদ্রিগো বেন্তাঙ্কুর ও পিয়ানিচ। আক্রমণে রোনাল্ডোর সঙ্গী মারিয়ো মানজ়ুকিচ ও ফেদেরিকো বার্নারদেস্কি।