বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীর প্রচার, জনসভা আয়োজনের অনুমতি নেওয়ার জন্য নির্বাচন কমিশন সুবিধা অ্যাপ তৈরি করেছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগেও ‘সুবিধা’ অ্যাপ চালু করা হয়েছিল। এ বার সেটা আরও ব্যাপক ভাবে চালু হয়েছে। এই অ্যাপই জানান দিল, নির্বাচনী প্রচারমূলক সভায় বিরোধীদের থেকে অনেক এগিয়ে মমতার তৃণমূল।
দেওয়াল লিখনে তো বটেই। দলের প্রার্থীর সমর্থনে জনসভা, পথসভা, র্যালিতেও শাসকদলের তুলনায় জেলায় ঢের পিছিয়ে প্রতিপক্ষ বাম, বিজেপি। জেলা নির্বাচনী দফতরের সাম্প্রতিক তথ্য বলছে, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে ‘সুবিধা’ অ্যাপ-এ অনুমতি নিয়ে জেলার ১১টি বিধানসভা এলাকায় জনসভা, পথসভা, মিছিল ইত্যাদি মিলিয়ে ৩৭২টি কর্মসূচি নিয়েছে তৃণমূল। সেখানে বামেদের আয়োজিত প্রচার কর্মসূচির সংখ্যা ৬৫। আর প্রধান প্রতিপক্ষ বলে দাবি করা বিজেপি মাত্র ৩২। অর্থাৎ তৃণমূলের ধারেকাছেও নেই কেউ।
ভোটের আগে এই পরিসংখ্যান এক বিশাল বড় সাফল্য তৃণমূলের জন্যে। জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলছেন, ‘‘এ আর নতুন কী! বিরোধীদের সঙ্গে মানুষ থাকলে তো ওঁরা সভা, পথসভা, র্যালি করবে। আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। বছরভর নানা কর্মসূচিও নেওয়া হয়।’’
মমতা যেভাবে সারাবছর মানুষের জন্যে কাজ করেন, মমতা যা যা উন্নয়নমূলক প্রকল্প নিয়েছেন, তা আর কোনও বিরোধী দলই করে উঠতে পারেনি। কেউ তাঁর ধারেকাছেও নেই। এবার নির্বাচনী সভার সংখ্যাতেও সবাইকে বিশেষত মোদীকে হারালেন মমতা।