[Total_Soft_Poll id=”2″]
সোশ্যাল মিডিয়া যে এই নির্বাচনের বড় হাতিয়ার তা বোঝা গেল তৃণমূলের নেওয়া অভিনব উদ্যোগ থেকে। হোয়াটসঅ্যাপ স্টিকারে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থীরা। দলের প্রতীক, প্রার্থীর ছবি ও নাম দিয়েই তৈরি হয়েছে এই দৃষ্টিনন্দন স্টিকার। হাত জোর করে প্রার্থীরা আবেদন জানাচ্ছেন ভোট দেওয়ার। এমনই স্টিকার ছড়িয়ে পড়ছে হোয়াটসঅ্যাপ জুড়ে।
থিম সং, দলীয় লোগো দিয়ে প্রোফাইল ছবি দেওয়ারই রেওয়াজ ছিল। সেখানে তৃণমূল এক ধাপ এগিয়ে গ্রহণ করেছে এই অভিনব আইডিয়া। তৃণমূলের পূর্ব বর্ধমানের দুই প্রার্থী সুনীল মন্ডল ও মমতাজ সঙ্ঘমিতার সমর্থনে বানানো স্টিকার দিয়ে শুরু এই উদ্যোগের। সঙ্গে বাকী তৃণমূল প্রার্থীদের স্টিকারও ছড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে এই নতুন সংযোজনে থাকছে না কোন ডাউনলোড করার ঝামেলা। তাই ডাউনলোডে অনিচ্ছুক মানুষের কাছেও সহজে পৌছানো সম্ভব হচ্ছে। কারন বহু মানুষই হোয়াটসঅ্যাপে আসা অনেক ছবিই ডাউনলোড করেন না।
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী প্রার্থীদের হয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া শুরু করেছেন। তাঁর বক্তব্য সহজেই যাতে সব মানুষের কাছে পৌঁছে যেতে পারে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। আর তারপরেই এই হোয়াটসঅ্যাপ স্টিকার। নির্বাচনী প্রচারকে যে নতুন মোড়কে কিভাবে মোড়া যায় তা নিয়েই খেটে চলেছে তৃণমূলের আইটি সেল। আর সেখানে এই উদ্যোগ সত্যিই বাহবার দাবি রাখে।
[Total_Soft_Poll id=”3″]