গালিকেও গয়না বানিয়ে নিতে পারেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তাঁর রাজনৈতিক ক্ষমতা। এজন্যই তিনি বাংলার জননেত্রী।
বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্পিডব্রেকার’ বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তারই জবাব দিলেন মমতা। বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মমতা বলেন, ‘আমার ক্ষুদ্র বুদ্ধি বলে, স্পিডব্রেকার দুর্ঘটনা থেকে রক্ষা করে। তাই কোনও বিপদ থেকে যদি আমি বাঁচাতে পারি এর থেকে ভাল আর কী হতে পারে।’
প্রথম দফার নির্বাচনের জন্য উত্তরবঙ্গে প্রচার করছেন মমতা। তারই ফাঁকে দেওয়া এই সাক্ষাৎকারে মোদীর করা কটাক্ষের জবাব ঠাণ্ডা মাথায় দিলেন মমতা। সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, ‘উনি কী করেন, নমো টিভি, নমো কোর্ট, নমো ফ্যাশন! উনি বলেছিলেন ১৫ লক্ষ টাকা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন৷ বন্ধ চা বাগান খুলে দেবেন৷ দার্জিলিং দিয়ে দেবেন৷ সব মিথ্যে কথা৷ দেশে বেকার সংখ্যা এবছর সবচেয়ে বেশি৷ উনি ‘মিত্রোঁ’ বললেই মানুষ চমকে ওঠেন৷ গণতন্ত্রের পিলার হচ্ছে নির্বাচন, মিডিয়া৷ সেটাই ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷’
