বিদেশি বন্দিশালায় মৃত্যু হল একজনের। যা নিয়ে উত্তাল হয়েছে আসাম। গত রবিবার ডিটেনশন ক্যাম্পে মারা যান বছর সত্তরের অমৃত দাস। গতবছর তাঁকে এই বন্দিশালায় বন্দি করা হয়। এই বৃদ্ধের পরিবার সোমবার মৃত্যুর খবর পেয়েও তাঁর দেহ নিতে অস্বীকার করেছেন। তাঁর পরিবারের মতে, সরকার যখন তাঁকে বিদেশি বলছে তখন বিজেপি-রাই করুক তাঁর সৎকার।
[Total_Soft_Poll id=”2″]
বরপেটা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃত দাসের পরিবারের সবাই ভারতীয়। গত বছর ২০ মে ফরেনার্স ট্রাইব্যুনাল ৭০ বছরের বৃদ্ধকে বিদেশি বলে চিহ্নিত করে। আইনি মারপ্যাঁচে নিজের ভারতীয় হওয়ার প্রমাণ করতে না পারায় গতি হয় বন্দিশালা। সেখানেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রপবিবার হাসপাতালে ভর্তি করানো হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হৃদরোগেই মৃত্যু হয়েছে অমৃতবাবুর।
অন্যদিকে, আসাম সরকার যেভাবে হাজার হাজার মানুষকে বিদেশি তকমা দিতে দেশে ফেরত পাঠাতে তৎপর হয়েছে তাতে আসাম সরকারের বিরুদ্ধে সমালোচনার৷ ঝড় উঠেছে দেশ জুড়ে। আসামের রাজ্য নাগরিক সুরক্ষা কমিটির চেয়ারম্যান তপোধীর ভট্টাচার্য বলেছেন, “বিদেশি নাম নিয়ে চলছে বাঙালি হত্যালীলা”। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও আসাম সরকারের তীব্র সমালোচনা করেছেন।
[Total_Soft_Poll id=”3”]