[Total_Soft_Poll id=”2″]
নির্বাচনের দামামা বেজে গেছে। আর মাত্র ৪৮ ঘন্টা বাকি প্রথম দফায় ভোটদানের। প্রথম দফায় আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট রয়েছে। আর সেই ভোটের আগেই বাংলার বিজেপি বড়সড় ধাক্কা খেল উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন কেপিপি নেতা-সমর্থকরা। কামতাপুর পিপলস পার্টির (কেপিপি) সভাপতি বিমল বর্মন এইদিন তৃণমূল নেতা কৃষ্ণ দাসের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা জানান।
বিমলবাবু বলেন, ‘বিজেপি ভাওতাবাজি ও মিথ্যে কথা বলে রাজবংশী আকাদেমি থেকে অতুল রায়কে সরিয়েছেন। কিন্তু বিজেপি-র সব প্রতিশ্রুতিই যে মিথ্যা ছিল কিছুদিনের মধ্যেই তা বুঝতে পেরেছেন অতুল রায়। তাই বিজেপি-চরম শিক্ষা দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে এবার তৃণমূলকেই ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন কেপিপি নেতারা।’
এরফলে বেশ বড় একটা অংশ বিজেপির থেকে সরে যাচ্ছে তা স্পষ্ট। কারণ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আছে কেপিপির কয়েক লক্ষ সমর্থক। আর সেই সংখ্যাই যে তৃণমূলের দিকে চলে আসবে তাতে আশাবাদী রাজনীতিবিদরা।
তৃণমূল নেতা কৃষ্ণ দাস এও দাবি করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজবংশী সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছেন। তাদের জন্য ভাষা একাডেমি তৈরি করে দিয়েছেন। তাই কেপিপি নেতা-সমর্থকরা যে তৃণমূলের সঙ্গে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তাও জানিয়ে দিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৪ সালে নীতিগত ভাবে বিজেপিকে সমর্থন জানিয়েছিল কেপিপি। প্রায় লক্ষাধিক কেপিপি কর্মী-সমর্থকদের ভোট কার্যত নিশ্চিত ছিল বিজেপি শিবিরের। কিন্তু প্রথম দফার নির্বাচনের আগেই বাংলায় বিজেপি শিবিরকে বড় ধাক্কা দিল কেপিপি। কপালে চিন্তার ভাঁজ পড়েছে গেরুয়া শিবিরে।
[Total_Soft_Poll id=”3″]