ফের বিস্ফোরণ ঘটালো শ্যাম পিত্রোদা। এই কংগ্রেস নেতার তাঁর নিশানার তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছে মোদীকে। তাঁর বক্তব্যে উঠে আসে যে মোদীর প্রচারের রণকৌশল নাকি ট্রাম্পের সঙ্গে মিলে যায়। তাঁর অভিযোগ যে মোদী-ট্রাম্প দুজনেই মানুষের আবেগ নিয়ে খেলা করছে। আর পিত্রোদার এই ধারনাই দেশের রাজনৈতিক মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে।
পিত্রোদা, মোদীর সাথে ট্রাম্পের তুলনা টেনে এনে বলেন, ‘ট্রাম্প সম্প্রতি ডিজিটাল মিডিয়াকে হাতিয়ার করেছেন। আর তাঁর প্রচারের কৌশল হচ্ছে, সীমান্তে শত্রু দাঁড়িয়ে রয়েছে। আর তারা সবাই অনুপ্রবেশকারী। ঠিক তেমনই প্রচারের কৌশল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীও বলছে সীমান্তে শত্রু রয়েছে। আর এই বিষয়ে কেউ কিছু বললে তাঁকে সবাই আক্রমণ করবেন। মিডিয়া সেখানে একটি অংশ।’
[Total_Soft_Poll id=”2″]
শুধু এখানেই থেমে থাকেনি তিনি। তিনি এও বলেন যে ট্রাম্প যেরকম একনায়কতন্ত্রে বিশ্বাসী, কেউ কিছু করে নি। যা করেছে তিনিই। সেরকমই মোদীও দেশে প্রচারে একই জিনিস তুলে ধরছেন। মোদীকে পিত্রোদা প্রশ্ন করেছেন যে তাহলে ভারতে কি করে পারমানবিক শক্তি, দুগ্ধ এবং সবুজায়নে উন্নতি ঘটালো? যা নিয়েই চর্চা শুরু।
নির্বাচন শুরু হতে আর ক্ষনিকের সময় বাকি। আর এখনই পিত্রোদার এই মন্তব্য নিয়ে যে চর্চা চলবে সেটাই স্বাভাবিক বলে মনে করছেন অনেক রাজনীতি বিশেষজ্ঞ।
[Total_Soft_Poll id=”3″]