প্রথম দফার নির্বাচনের জন্য উত্তরবঙ্গে প্রচার-ঝড় তুলেছেন বাংলার অগ্নিকন্যা। প্রায় প্রতিদিনই ২টি করে সভা করছেন। এসবের মাঝে সাক্ষাৎকারও দিলেন। সেখানেই স্পষ্ট জানিয়ে দিলেন, উত্তরবঙ্গ ও মালদহে এবার জোড়াফুল ফুটবে আর ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।
সোমবার একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বলেন, ‘ব্যারাকপুরে অবশ্যই জিতব। জামানত বাজেয়াপ্ত করে দেব৷ ভাবছেন দুটো গদ্দার মিলে টাকা খরচ করলেই হবে৷ টাকা দিয়ে ভোট কেনা যাবে না৷ সবসময় ত্রিপুরা দেখায় আমায়৷ ওটা একটা মিউনিসিপ্যালিটির মতো ছোট রাজ্য৷ বাংলার সঙ্গে কী করে তুলনা করা হয়!’
এরপরেই প্রত্যয়ের সঙ্গে মমতা বলেন, ‘মালদহ উত্তরে মৌসম নুর জিতবেন৷ মালদহ দক্ষিণে ডা: মোয়াজ্জেম হোসেন জিতবেন৷ রায়গঞ্জে কানহাইয়া আগরওয়াল জিতবেন৷ মুর্শিদাবাদে আবু তাহের জিতবেন৷ জঙ্গীপুরে খলিলুর রহমান জিতবেন এবং বহরমপুরে অপূর্ব জিতবেন৷ লিখে নিন৷ এই কারণে কংগ্রেস ভয় পেয়ে গিয়েছে৷ বিজেপি-কে ফোন করে বলছে অফিসার বদলে দিন৷ ওদের ক্ষমতা থাকলে বলুন রাজ্যের মুখ্যমন্ত্রীই বদলে দিতে।’
