‘সব টিভি মিডিয়াকেই তো কিনে নিয়েছে। অনেক ন্যাশনাল মিডিয়া এমনকী আপনাদের সারা দেশে অনেক চ্যানেল রয়েছে যারা নরেন্দ্র মোদী, অমিত শাহকে ভয় পান৷ এবং মিডিয়ার এত অধঃপতন এবং অবক্ষয় আগে কখনও দেখিনি৷ ওরা অপপ্রচার করছে, এবং তার কাছে মিডিয়া মাথা নত করছে৷’ সোমবার ঠিক এমনই মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, লোকসভা ভোটে জিততে রাজ্যে রাজ্যে টাকা ওড়াচ্ছে বিজেপি। শুধু বাংলা নয়, অন্যান্য রাজ্যে তারা এই কাজ করছে।
গতকাল একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় এক একটি সভার জন্য বিজেপি কোটি কোটি টাকা খরচ। দলের হয়ে কাজ করার জন্য ওরা এক একজনকে রোজ ১,০০০ টাকা দিচ্ছে।’ বিজেপি এত টাকা কোথা থেকে পাচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। এর সঙ্গে নোটবন্দীর যোগ থাকতে পারে বলে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে একইসঙ্গে এ কথাও সাফ জানিয়ে দিয়েছেন যে, টাকা উড়িয়েও বিজেপি এবার ভোটে জিততে পারবে না। গত লোকসভা ভোটে বিজেপি বাংলা থেকে দু’টি আসন পেলেও এবার তা কমে শূন্যে এসে ঠেকবে বলেই জোরের সঙ্গে জানিয়েছেন তিনি।
তাঁর কথায়, ‘৪২-এর একটা আসনও ওরা এরাজ্যে পাবে না৷ আগে অনেক কিছু করে মাত্র ২টো পেয়েছিল৷ এবার সেই সংখ্যাটা শূন্য হয়ে যাবে৷ আর সারা ভারতে নরেন্দ্র মোদী এমন গো হারান হারবে, যে সংখ্যাটা বলতেও আপনারা (মিডিয়া) লজ্জা পাবেন৷ কাজেই মিথ্যে কথা বলে লজ্জা দেবেন না৷ আমরা বিজেপি সরকার বদলে দেব।’ সম্প্রতি এক জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উন্নয়নের ‘স্পিড ব্রেকার’ বলে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তাঁর সেই মন্তব্যেরও জবাব দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘আমার ক্ষুদ্র বুদ্ধি যা বলে, স্পিডব্রেকার দুর্ঘটনা থেকে বাঁচায় ৷ তাই কোনও বিপদ থেকে যদি আমি বাঁচাতে পারি, তার থেকে ভালো আর কিছু হতে পারে কি?’ এভাবে মোদীর দেওয়া তকমাকে অস্ত্র করেই তাঁকে পাল্টা দিলেন মমতা।