‘কই বলিনি তো?’ ১৫ লক্ষ দেওয়ার প্রশ্ন শুনে চমকে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। প্রতিশ্রুতি বেমালুম অস্বীকার করে বললেন ‘বলি নি তো।’ কিছুদিন আগেই এই একই সুরে গান গেয়েছিলেন বিজেপির আর এক নেতা কলরাজ মিশ্রা। এই থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ খেই হারিয়ে ফেলছেন বিজেপি নেতা-নেত্রীরা। কেউ বা পুরোনো প্রতিশ্রুতির কথা ভুলেও উচ্চবাচ্য করছে না, আবার কেউ উল্টো সুর গাইছেন।
প্রসঙ্গত, সম্প্রতি এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনাথ সিং দাবি করছেন, ‘বিজেপি কখনই ১৫ লক্ষ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দেয় নি।’ কিন্তু বেশিদিন না পাঁচ বছর আগে বিজেপির ভোট প্রচারে ১৫ লক্ষ টাকার ধ্বনি শোনা যেত। স্বয়ং মোদী প্রচারে দাবি করেছিল এই কথা। তাহলে কি এই প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় উল্টো সুরে গলা মেলাচ্ছে বিজেপি নেতা-নেত্রীরা? উত্তর দেবে সাধারণ মানুষ ব্যালট বাক্সে।
[Total_Soft_Poll id=”2″]
এই সাক্ষাৎকারে রাজনাথ দাবি করেন, ‘একদমই কখনওই বলিনি যে ১৫ টাকা আসবে। আমরা শুধু বলেছিলাম আমরা কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপ করব।’ এটা যে আধা সত্য সেটা পুরোনো নির্বাচনের বিজেপির প্রচারে ভিডিও ফুটেজ থেকে বোঝা যায়। সেখানে স্পষ্ট বলা হত বিদেশের ব্যাঙ্কগুলিতে জমা থাকা সব অবৈধ টাকা ফেরত নিয়ে এসে তা প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে ভাগ করে দেওয়া হবে।
তারপর…. নির্বাচন জেতা হল গদিও পেল ব্যাঙ্কের খাতাও খুলে দিল বহু গরিব দেশবাসীকে। কিন্তু ১৫ লক্ষ তো আর এল না। ১৫ কেন কোনো টাকাই যে ব্যাঙ্কের খাতায় ঢুকল না। গরিব মানুষের ব্যাঙ্কের দরজায় শুধুই চড়কি খেয়ে যাচ্ছে টাকার আশায়। আবার এক নির্বাচন। নতুন প্রতিশ্রুতি। টাকা তো অদেখাই থেকে গেল।
এখন এই প্রশ্নই মাথায় ঘুরছে তাহলে কি কালো টাকা এখনও ফিরিয়ে আনতে ব্যর্থ বিজেপি সরকার? নাকি ১৫ লক্ষের গল্প ছিল শুধুই নির্বাচন জেতার জন্য? বিজেপি নেতা-নেত্রীদের এই পরস্পর বিরোধী কথা ও কাজ দেশবাসীর চোখের আড়ালের যাবে না বলে মনে করছে বহু রাজনীতি বিশেষজ্ঞ।
[Total_Soft_Poll id=”3″]