কেন্দ্রে সরকার গড়বে তৃণমূল। মঙ্গলবার ইসলামপুরের জনসভা থেকে একথা বলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের তীব্র আক্রমণের পাশাপাশি এদিন কংগ্রেস ও সিপিএমকেও একহাত নেন মমতা।
[Total_Soft_Poll id=”2″]
তৃণমূল প্রার্থী কানহাইয়া লাল আগরওয়ালের সমর্থনে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘দেশ থেকে বিদায় নিক বিজেপি। বিরোধীদের বিপদে ফেলতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। জওয়ান মেরে জওয়ান প্রেম দেখানো হচ্ছে। ওরা গোরুকে রক্ষা করে মানুষকে করে না। ৫ বছরে দেশে ২ কোটি মানুষ বেকার হয়েছে। মোদী ফ্যাসিবাদের সম্রাট। নোটবন্দী করে সারা দেশের টাকা লুঠ করেছেন মোদী। এখন নিজের নামে সিনেমা করছে। এমন লুঠতরাজের মন্ত্রীসভা আগে কখনও হয়নি’।
বিজেপিকে হঠাতে রাজ্যে তৃণমূল জোট বেঁধেছে উল্লেখ করে মমতা বলেন, ‘কেন্দ্রে সরকার গড়ব আমরা। সরকার গড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। কংগ্রেস একা সরকার গড়তে পারবে না’। এরপরেই কংগ্রেসকে একহাত নিয়ে মমতা বলেন, ‘কংগ্রেস বা সিপিএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। কংগ্রেস আরও ভালো করে লড়লে বিজেপির এই বাড়বাড়ন্ত হত না’। উত্তরপ্রদেশে অখিলেশ-মায়াবতী ভালো ফল করুক বলেও এদিন মন্তব্য করেন মমতা।
[Total_Soft_Poll id=”3″]