ইঞ্চিতে ইঞ্চিতে নরেন্দ্র মোদীর ‘বিচার’ হবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দফার ভোটের আগে শেষ লগ্নের প্রচারে উত্তরবঙ্গে ঝড় তুলেছেন মমতা। তৃণমূল প্রার্থীদের সমর্থনে দিনে ২ টো করে প্রচার সভা করছেন তৃণমূল নেত্রী। সেখানেই প্রধানমন্ত্রীর নাম করে মমতা বলেন, ‘বেঁচে যদি থাকি, মোদীবাবু, ইঞ্চিতে ইঞ্চিতে কড়ায় গণ্ডায় হিসেব নিয়ে ছাড়ব। যত চুরি করেছ, যত ডাকাতি করেছ, যত খুন করেছ, তার ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। ৫৬ ইঞ্চি আর দেখিও না’। মানুষের কাছে তাঁর আবেদন, ‘ওই বিষাক্ত চোখ, বিষাক্ত নিঃশ্বাসের বিরুদ্ধে ভোট দেবেন। এমন ভাবে ভোট দিন যাতে বাংলার মানুষের দিকে ওরা তাকানোর সাহস না পায়’।
[Total_Soft_Poll id=”2″]
এদিন মোদী-শাহ জুটিকে দুর্যোধন ও দুঃশাসন জুটি আখ্যা দেন মমতা। তিনি বলেন, ‘সুশাসন নিয়ে আসবেন বলছেন কিন্তু আপনিই তো দুঃশাসন। বিজেপিতে দু’জন রয়েছেন দুর্যোধন ও দুঃশাসন। আপনি আর আপনার দলের সভাপতি’। মোদীকে বিঁধে মমতা আরও বলেন, ‘এই ভোটটা কি আমার ভোট? এটা দিল্লীতে বদলের ভোট। আপনারই কৈফিয়ত দেওয়ার কথা। আর আপনি আমার কাছে কৈফিয়ত চাইছেন?’ চিটফাণ্ড কাণ্ড নিয়ে মমতার অভিযোগ, ‘বামেদের আমলে সারদা হয়েছে। এক জন কমরেডকেও গ্রেফতার করেছেন? কেন করেননি এতদিন?’ সঙ্গে মুকুল রায়কে ইঙ্গিত করে মোদীকে বিঁধে মমতা বলেন, ‘আপনি কাকে সঙ্গে নিয়ে সভা করেছেন কাল?’
বাংলায় সার্বিক ভাবে যেউন্নয়ন হয়েছে, তার খতিয়ান দিয়ে মোদীকে ফের আক্রমণ শানান মমতা। তাঁর মন্তব্য, ‘আমি যা কাজ করেছি তার এক শতাংশও করে দেখাতে পারবেন? এক শতাংশ? লজ্জা করে না?’ লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বেশ কিছু অফিসার রদবদল করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই বদল কেন্দ্রের ‘অনুমোদনে’ই বলে তোপ দেগেছেন মমতা। এ দিনের জনসভাতেও সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে কিছু হয় না’।
তবে ভোট মরশুমে আসা কেন্দ্রীয় বাহিনীর প্রতি যাতে ভোটাররা কোনও রকম অসহযোগিতা না করেন, সেই পরামর্শ দিয়ে মমতার বক্তব্য, ‘কেন্দ্রীয় বাহিনী আসে, দু’দিন পরে চলে যায়। সারা বছর রাজ্য সরকারের পুলিশ থাকে। তারা আসবে তাদের ভালবাসবেন।’
[Total_Soft_Poll id=”3″]